বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষায় চুক্তি

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষাকাজের চুক্তি সই হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীতে বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের সদর দপ্তরে এই চুক্তি সই হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিতে সই করে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি কোম্পানি লিমিডেট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী ও নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক তোশিকাজু কামবারা চুক্তিতে সই করেন। পরে সাংবাদিকের প্রশ্নে এহসানুল গণি চৌধুরী বলেন, ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষাকাজ শেষ হবে। এর জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১২০ কোটি টাকা ব্যয় করা হবে। এই কাজের মধ্যে আছে সম্ভাব্যতা যাচাই, স্থান নির্ধারণ, বিমানবন্দরের মাস্টারপ্ল্যান প্রণয়ন।
কোন জায়গায় বিমানবন্দর হতে পারে—এমন প্রশ্নে সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি এহসানুল গণি চৌধুরী। তিনি বলেন, সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনা করা হচ্ছে। জাপানি পরামর্শক প্রতিষ্ঠানই চূড়ান্ত স্থান ঠিক করবে। সমীক্ষায় অংশ নেওয়া জাপানি নাগরিকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান এহসানুল গণি চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন