বিমানের বাইরে লাভ ভেতরে লোকসান
বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটে লোকসানের পরিমাণ বেড়েই চলেছে। বিগত অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে, প্রায় সাড়ে ১১ কোটি টাকা।
তবে আন্তর্জাতিক ফ্লাইটে এই চিত্র সম্পূর্ণ বিপরীত। দৈন্যদশা কাটিয়ে একই অর্থবছরে আন্তর্জাতিক ফ্লাইট থেকে বিমান আয় করেছে ২৩৩ কোটি টাকার উপরে।
সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের দেওয়া তথ্যে এমন চিত্র ফুটে উঠেছে।
সংসদ অধিবেশনে গতকাল বুধবার সরকারি দলের এমপি এনামুল হকে প্রশ্নের উত্তরে মেনন বলেন, ‘বাংলাদেশ বিমান ২০১৪-১৫ অর্থবছরে ১১ কোটি ৩৯ লাখ টাকা অভ্যন্তরীণ ফ্লাইটে লোকসান দিয়েছে। একই অর্থবছরে আর্ন্তজাতিক ফ্লাইটে লাভ করেছে ২৩৩ কোটি ৫ লাখ টাকা।’
এক তথ্যে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে অভ্যন্তরীণ ফ্লাইটে বিমানের লোকসানের পরিমাণ ১১ কোটি ৩৯ লাখ টাকা। এর আগের অর্থবছরে (২০১৩-১৪) এই লোকসান ছিল মাত্র ৮৬ লাখ টাকা।
এ বছর এক লাফে ১০ কোটি ৪৭ লাখ টাকা লোকসান গুণেছে বাংলাদেশ বিমান। তবে ২০১২-১৩ অর্থবছরেও এই লোকসানের পরিমাণ ছিল মাত্র ২ কোটি ৮০ লাখ টাকা।
অন্যদিকে, টানা দুই অর্থবছরে লোকসান দেওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইটে বিমান লাভের মুখ দেখতে শুরু করেছে। বিগত অর্থবছরে (২০১৪-১৫) ২৩৩ কোটি ৫ লাখ টাকা লাভ করেছে।
অথচ আগের দুই অর্থবছরে বিমান আন্তর্জাতিক ফ্লাইটে ৪৮৪ কোটি ৪৩ লাখ টাকা লোকসান দিয়েছে। এর মধ্যে ২০১৩-১৪ অর্থবছরে ১৯৮ কোটি ৮০ লাখ টাকা ও ২০১২-১৩ অর্থবছরে ২৮৫ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছিল।
সংসদে আরেক প্রশ্নের জবাবে মেনন পর্যটন খাতে আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, সরকারের সময়োপযোগী উদ্যোগে পর্যটন শিল্প থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে এই খাতে আয় হয়েছে ১,২২৭ কোটি ৩০ লাখ টাকা।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন