বিমান নয়, যেন পাখাওয়ালা পেন্টহাউজ অ্যাপার্টমেন্ট!
বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নামের আমেরিকার বিমানটিতে যাত্রী ধারণক্ষমতা ছিল ২৪২-৩৩৫। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানে তিন শ্রেণিতে আসন বন্টনব্যবস্থা ছিল। তবে বাণিজ্যিক এ বিমানটি এবার নতুন রূপে গ্রাহক সেবা দিবে, যার ধরন শুনলে আপনি চমকাতে বাধ্য।
বলা হচ্ছে, বোয়িং ৭৮৭ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানে পরিণত হতে যাচ্ছে। বিমানটিতে এবার থেকে মাত্র ৪০ জন যাত্রীকে নির্দিষ্ট সময়ে সেবা দেবে। এতে যাত্রীদের জন্য থাকছে ব্যক্তিগত লাউঞ্জ, মাস্টার বেডরুম, পাঁচটি বাথরুম, ডাইনিং, ড্রেসিং রুম, ৪২” টেলিভিশন ও পড়াশুনার কক্ষ।
সাধারণ বিমান হিসেবে পরিচিত ৭৮৭-এর একেবারে খোলনলচেই পাল্টে দিয়েছে কেস্ট্রাল এভিয়েশন ম্যানেজমেন্ট। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকে এমনভাবে সুসজ্জিত করেছে যে এর ভেতরে প্রবেশ করার পর মনে হবে, কোনো বিমান নয়, বরং ব্যয়বহুল পাখাওয়ালা পেন্টহাউজ অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন আপনি। বিমানটির অন্দরসজ্জার দায়িত্বে আরো ছিলেন, ইয়েট ও ডিজা্ইন স্পেশালিস্ট পিয়েরেজিয়ান।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন