বিরাট কোহলিও তাহলে বইপোকা!
ভারতীয় ক্রিকেটের নতুন রাজা বিরাট কোহলিও তাহলে বইপোকা! সম্প্রতি জানা গেলো এমনই এক তথ্য। বিরাট কোহলি তার ইনস্টাগ্রামে একটি বইয়ের প্রচ্ছদের ছবি পোষ্ট করে বলেছেন যে, একটি বই নাকি বদলে দিয়েছে তার জীবন- দর্শন।
কোহলি যে বইটির কথা বলেছেন সেটা পরমহংস যোগন্দরের। ১৯৪৬ সালে বইটি প্রথম প্রকাশিত হয়। বইটির নাম ‘অটোবায়োগ্রাফি অব আ যোগী’। এই বইটিই বদলে দিয়েছে কোহলিকে। জীবন- দর্শন সম্পর্কে তাকে দিয়েছে নতুন পথের দিশা।
বইটির কাভার শেয়ার করার পাশাপাশি একটা ক্যাপশনও লিখেছেন ভারতের অধিনায়ক। তাতে তিনি বলেছেন, ‘যারা নিজেদের চিন্তা ও চেতনাকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলার সাহস রাখেন, এই বইটা তাদের জন্য অবশ্যপাঠ্য। আমি এই বইটি ভালোবাসি।’
একই সঙ্গে কোহলি বলে দিয়েছেন যে, যারা ‘অটোবায়োগ্রাফি অব আ যোগী’ পড়বেন এবং জীবনে তা অনুসরণ করবেন, তাদের জীবন বদলে যাবে।
বই যে মানুষকে বদলে দেয়, জীবন পথের অন্ধকারে নতুন আলোর সন্ধান দেয়, এ তো জানা কথাই। তাই বলে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ব্যস্ততম ক্রিকেটারটিও যে এই জানা কথাটার সন্ধান পেয়ে গেছেন, তা কিন্তু একটু আশ্চর্য হওয়ার মতো ঘটনাই। কোহলির এমন উপলবদ্ধি নিশ্চয় বহু মানুষকে বই পড়তে উৎসাহী করে তুলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন