বিলুপ্ত ছিটমহলে বিজয়ের প্রথম আমেজ
প্রথমবারের মতো বিজয় উৎসব উৎযাপন করতে যাচ্ছেন বিলুপ্ত ছিটমহল এলাকার মানুষেরা। গ্রামীণফোনের আয়োজনে ১৬ই ডিসেম্বর পঞ্চগড়ের গাড়াতি ছিটমহলে রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে শতকন্ঠে জাতীয় সংগীত ও দেশের গানে অংশ নেবেন তারা। আয়োজনের সহযোগী সংস্কৃতি মন্ত্রণালয় এবং চ্যানেল আই।
বিলুপ্ত ছিটমহল এলাকার বাসিন্দাদের প্রথমবারের মতো বিজয় উৎসবে বাড়তি আনন্দ যোগ করেছে গ্রামীণফোনের আয়োজন এবং সংস্কৃতি মন্ত্রণালয় ও চ্যানেল আইয়ের সহযোগিতায় পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহল এলাকায় বিজয় উৎসব। তৈরি করা হচ্ছে মাঠ ও মূল ভেন্যু। চলছে শেষ পর্যায়ের কাজ।
১৬ ডিসেম্বর সকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে বাংলাদেশের এ নতুন নাগরিকরা গাইবেন জাতীয় সংগীত ও দেশের গান। বিজয় উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
আনন্দের পাশাপাশি ক্ষোভমিশ্রিত কন্ঠে স্থানীয় একজন বলেন, স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আমরা ১৬ ডিসেম্বর আগেই পেয়েছি, কিন্তু আমাদের জীবনের ৪০ বছরে ১৬ ডিসেম্বর পাই নাই।
পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহলের মানুষের সঙ্গে অংশ নেবেন কুড়িগ্রাম, লালমনিরহাট এবং নিলফামারীর বিল্প্তু ছিটমহল এলাকার মানুষেরা।
উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত বলেন, এর আগে ১৬ ডিসেম্বর কখনই আনুষ্ঠানিকভাবে পালন করা হয়নি। এই প্রথম পালন করা হচ্ছে। আমার মনে হয় সে কারণে তারা আগ্রহ এবং উদ্দিপনা নিয়ে উপস্থিত থাকবেন।
ছিটমহল বিনিময় কমিটির সভাপতি মজিবার হোসেন বলেন, এই পঞ্চগড়ের ৩৬ টা ছিটমহলের লোকজন সবাই এখানে আসবে। এই বাংলাদেশের ১১১টা ছিটমহলের নেতাকর্মীরা এখানে আসবে দেখার জন্য। জীবনেতো আমরা দেখি নাই।
অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। জেলা প্রশাসক মো. সালাউদ্দিন বলেন, এই বিশাল কর্মযজ্ঞটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশেষ করে সিকিউরিটি যাতে আমরা নিশ্চিত করতে পারি তার জন্য বিজিবি, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থা তারা সবাই ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন