বিল গেটসের বাড়ি যাবেন? সবার জন্য দরজা খোলা। তবে জানতে হবে ১২টি তথ্য
চাইলে আপনিও পারেন বিল গেটসের বাড়ি ঘুরে আসতে। টাকা দিয়ে সেই প্রাসাদ ঘুরে আসা যায়, সে টাকা চলে যায় বিল গেটসের চ্যারিটি ফাউন্ডেশনে।
১। বিল গেটসের বাড়িতে ঢুকতে হলে আপনাকে দিতে হবে ৩৫ হাজার ডলার। ঘোরাঘুরি করার পাশাপাশি পাবেন হালকা স্ন্যাকস।
২। ১০ হাজার স্কোয়ার ফুটের ফায়ারপ্লেসসহ ডাইনিং রুমে ২৪৫ জন বসার জায়গা। রয়েছে একটি কিচেন।
৩। রিসেপশন হলের উপরেই রয়েছে ১৯০০ স্কয়ার ফিটের অফিস, কনফারেন্স এবং কম্পিউটার রুম।
৪। বিল গেটসের বইয়ের নেশা সর্বজন বিদিত। ২১০০ বর্গ ফুট গ্রন্থাগারের সিলিংটি গম্বুজাকৃতির। গ্রন্থাগারে সংগৃহীত বইয়ের সংখ্যা এবং বিষয়বস্তুও ঈর্ষণীয়। রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির ১৬ শতকের পাণ্ডুলিপি সুবিখ্যাত ‘কোডেক্স লিসেস্টার’ (the Codex Leicester)। ১৯৯৪ সালে ৩ কোটি ৮ লক্ষ ডলারের বিনিময়ে নিলামে কিনে নেন গেটস।
৫। জানাডু ২.০ নামের এই বাড়িতে ১৫০০ স্কয়ার ফিট আয়তনের মুভি থিয়েটারে ২০ জনের বসার ব্যবস্থা রয়েছে।
৬। বাড়িটির নীচে ৬৩০০ স্কোয়ার ফুটের দু’টি গ্যারেজ রয়েছে। উপরেও আছে দুইটি সম-আয়তনের গ্যারেজ যার প্রত্যেকটিতে ১০টি করে গাড়ি রাখা যায়। বিশেষ বিশেষ ১০টি গাড়ি রাখার জন্য আছে একটি কৃত্রিম গুহা।
৭। বিল গেটস বৃক্ষপ্রেমী। তাঁর সবথেকে প্রিয় ৪০ বছরের প্রাচীন মেপল গাছটির উপরে ২৪ ঘণ্টা নজর রাখে অত্যাধুনিক প্রযুক্তি। সামান্য রুক্ষ হয়ে উঠলেই তার শরীর ভিজিয়ে দেয় স্বয়ংক্রিয় ফোয়ারা।
৮। বাড়ির একপাশে মিষ্টি জলের নালায় স্যামন ও ট্রাউট মাছের ঝাঁক।
৯। বাড়িতে কোনো ভিজিবল সুইজ বোর্ড নেই। প্রত্যেকটি রুমে রয়েছে টাচ সেনসেটিভ লাইটিং, মিউজিক এবং ক্লাইমেট চেঞ্জিং ব্যবস্থা।
১০। এখানে আসলে প্রত্যেক ভিজিটরের পোশাকে একটি ছোট ডিজিটাল ডিভাইস লাগিয়ে দেওয়া হয় যা সে যখন যে ঘরে যাবে তখন তার শরীরের তাপমাত্রা অনুযায়ী এসি-র টেম্পারেচার কন্ট্রোল করবে। এছাড়া লাইট এর উজ্জলাত এবং ভিজিটর এর অবস্থান নির্ধারন করার জন্য এই পিনটি কাজে লাগে।
১১। এই বাড়ির কিছু দরজা এমনভাবে রয়েছে যে ধাঁধায় পরে যেতে হবে আসলে দরজাটা কোথায়।
১২। মুল দরজাটি আগত গাড়ির পরিচিতি স্ক্যান করে অটোমেটিকেলি খুলে যায়। যদি কোনও অপরিচিত গাড়ি মূল গেটে আসে তাহলে এই গেট খুলবেই না।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন