বিশ্বের অর্ধেকের বেশি সম্পদের মালিক ১ শতাংশ মানুষ
বিশ্বের মোট সম্পদের ৫১ শতাংশের মালিকানা রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের হাতে। বাকী ৪৯ শতাংশ মানুষের হাতে রয়েছে ১ শতাংশ সম্পদ। আর ১০ শতাংশ মানুষের হাতে রয়েছে মোট সম্পদের ৮৯ শতাংশ সম্পদ।
বিশ্ব সম্পদ নিয়ে ‘ক্রেডিট সুইচ রিচার্চ ইনস্টিটিউট’ এর সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে যারা নূন্যতম তিন হাজার ৬৫০ ডলার সম্পদের মালিক তারা বিশ্বের মোট জনসংখ্যার প্রথম ৫০ শতাংশের মধ্যে পড়েছেন। যাদের সম্পদের পরিমাণ নূন্যতম ৭৭ হাজার ডলার তারা পড়েছেন প্রথম ১০ শতাংশে এবং যারা কমপক্ষে সাত লাখ ৯৮ হাজার ডলার সম্পদের মালিক তারা পড়েছেন এক শতাংশে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭৩ শতাংশ বা সাড়ে তিন বিলিয়ন মানুষের সম্পদের পরিমাণ ১০ হাজার ডলারের কম, ৯০০ মিলিয়ন মানুষের সম্পদের পরিমাণ ১০ হাজার থেকে এক লাখ ডলারের মধ্যে এবং
সম্পদের দিক থেকে সবচেয়ে গরিব হচ্ছেন এশিয়া এবং আফ্রিকা অঞ্চলের মানুষ।
গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে প্রকাশিত সংবাদে বলা হয়, সম্পদের মালিকানার দিক থেকে বিশ্বে সবচেয়ে অসমতার দেশ হচ্ছে রাশিয়া। এরপরের অবস্থানেই রয়েছে ভারত ও থাইল্যান্ড। রাশিয়ার ৭৪ দশমিক ৫ শতাংশ সম্পদের মালিক মাত্র ১ শতাংশ ধনী।
ভারত ও থাইল্যান্ডের ৫৮ দশমিক ৪ এবং ৫৮ শতাংশ সম্পদের মালিক ১ শতাংশ লোক।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বর ৯ শতাংশ মানুষ প্রকৃত অর্থে বিত্তবান যেটা আতঙ্কিত হওয়ার মতো বিষয়। ভারত এবং আফ্রিকার ৮০ শতাংশ মানুষ সম্পদশালীদের শেষার্ধে পড়েন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন