বিশ্বের সর্বাধিক পর্ন দেখেন পাকিস্তানিরাই, জানালো গবেষকরা
এলি-তেলি-পঞ্চানন নয়, খোদ গুগল-এ জানাচ্ছে একথা। গোটা দুনিয়ায় সর্বাধিক পর্ন-সন্ধানী দেশ হল পাকিস্তান। কেবল তা-ই নয়, সবথেকে গোলমেলে এবং আপত্তিজনক পর্ন-ভিডিও সার্চ হয় এই দেশেই। এই সার্চ-তলিকার মধ্যে রয়েছে অ্যানিম্যাল পর্ন-ও। এবং কোন কোন জীবের সঙ্গে মানুষের যৌনলীলা দেখার জন্য পাক পানুরসিকরা কি-বোর্ড দাবান, জানলে হাড় হিম হয়ে যাবে। গাধা, কুকুর, ঘোড়া— এসব তো রয়েছেই, তার উপরে রয়েছে সাপ, পাখি ইত্যাদিও।
গুগল-এর করা এই সমীক্ষায় পর্ন-সন্ধানী প্রথম আটটি দেশই তথাকথিত ইসলামিক দেশ। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিশর, তার পরে রয়েছে ইরান, মরোক্কো, সৌদি আরব এবং তুরস্কের নাম। সৌদি সরকার অসংখ্য টুইটার অ্যাকাউন্ট পর্ন আদান-প্রদানের কারণে বন্ধ করে দিয়েছে। তাতে অবশ্য সবিশেষ কিছু লাভ হয়নি। সৌদি রিলিজিয়াস পুলিশের একটি বিশেষ বিভাগ ‘হাইয়া’ এ বিষয়ে কড়া নজর রাখলেও পবিত্রতম নগরীর অধিকারী দেশটিতে অশালীন ভিডিও দর্শন অব্যাহত।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন