বিশ্বের ৬৩তম ব্যয়বহুল শহর ঢাকা
আমাদের কন্ঠস্বর ডেস্ক: প্রবাসীদের জন্য বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান উঠে এসেছে ৬৩-তে। গত বছর ঢাকার অবস্থান ছিল ১১৭তম। মানে এক বছরে ব্যয়ের দিক থেকে ঢাকা এগিয়েছে ৫৪ ধাপ যার অর্থ দাঁড়ায়, গত এক বছরে ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক বেশি।
সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে চলে এসেছে হংকংয়ের নাম। এছাড়া চলতি বছরের জরিপ অনুযায়ী ১০টি ব্যয়বহুল শহরের মধ্যে পাঁচটিই এশিয়ার। আর বরাবরের মতো প্রথম স্থানে রয়েছে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা।
মার্কার নামের একটি গবেষণা প্রতিষ্ঠান মঙ্গলবার তাদের গবেষণার ফল প্রকাশ করেছে। বিশ্বের ২০৭টি শহরের ওপর দুইশটি আইটেমকে ভিত্তি ধরে ওই গবেষণা পরিচালনা করা হয়। আদর্শ শহর হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ককে।
কস্ট অব লিভিং সার্ভে শিরোনামের ওই বাৎসরিক প্রতিবেদন অনুযায়ী ১০টি ব্যয়বহুল শহরের তালিকায় হংকং ছাড়া এশিয়ার অন্য যে চারটি শহর রয়েছে সেগুলো হলো—সিঙ্গাপুর, শাংহাই, বেইজিং ও সিউল।
চীনে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ইউয়ানের মান বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন মার্কারের নির্বাহী নাথালি কনস্ট্যান্টিন মেটারাল। অন্যদিকে, জাপানে মুদ্রার মান পড়ে যাওয়ায় দেশটির রাজধানী টোকিওর অবস্থান চলে গেছে ১১ নম্বরে। যার অবস্থান গত বছর ছিল ৭ নম্বরে এবং ২০১২ সালে ছিল এক নম্বরে।
পশ্চিম ইউরোপের শহরগুলোর র্যাঙ্কিং পড়ে যাওয়ার কারণ হলো ইউরোর মান কমে যাওয়া। প্রথম ১০টি শহরের তালিকায় পশ্চিম ইউরোপের জুরিখ, জেনেভা ও বার্নের নাম রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় বরাবরের মতো প্রথম স্থানে রয়েছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা। তেল সমৃদ্ধ এ দেশটিতে জীবনাযাত্রার মান অনেক বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন
চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন
চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস
শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন