বিশ্বে ৩ বছরে ৭০ কোটি মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে
২০১১ থেকে ১৪ সালের মধ্যে সারা বিশ্বের ৭০ কোটি মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। ২০১১ সালে ৫১ শতাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও ২০১৪ সালে তা বৃদ্ধি পেয়ে ৬২ শতাংশে দাঁড়িয়েছে।
সোমবার এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এসব কথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেজ অ্যান্ড সোস্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে মিরপুরের বিআইবিএম মিলনায়তনে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে ড. জাহিদ হোসেন আরো বলেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরা বেশি এগিয়েছে। ২০১১ সালে ৪৭ শতাংশ নারী এবং ৫৪ শতাংশ পুরুষের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। এখন বিশ্বের ৫৮ শতাংশ নারীর ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
তিনি বলেন, বিশ্বের ২০০ কোটি মানুষ এখনও ব্যাংক ব্যবস্থার আওতায় আসেনি। যার অধিকাংশই দক্ষিণ এবং পূর্ব-এশীয় অঞ্চলের। দক্ষিণ এশিয়া অঞ্চলের ৬২ কোটি ৫০ লাখ মানুষ ব্যাংক অ্যাকাউন্ট আওতার বাইরে আছে; যা সারা বিশ্বের ৩১ শতাংশ। পূর্ব এশিয়ায় ব্যাংক অ্যাকাউন্টের বাইরে রয়েছে ৪৯ কোটি মানুষ; যা সারা বিশ্বের ২৪ শতাংশ।
ড. জাহিদ হোসেন বলেন, দেশে প্রচুর বেসরকারি ব্যাংক রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য এদের সঠিক প্রতিযোগিতার মধ্যে আসতে হবে।
তিনি আরো বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে একটি দেশের প্রধান ব্যাংকের দায়িত্ব মূল্য স্থিতিশীল রেখে কাজ করা। আমাদের দেশে অন্তর্ভুক্তিমূলক অর্থব্যবস্থার চাহিদা অনেক কম। কারণ এখানে আয়ের উৎস বা আয় কম। এর জন্য মূল্য স্থিতিশীলতা বৃদ্ধি করা প্রয়োজন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন