বিশ্ব উষ্ণায়নের ‘আশীর্বাদে’ সবুজায়নের পথে আন্টাকর্টিকা
বিশ্ব উষ্ণায়নের ফলে আজ ধ্বংসের মুখে পৃথিবী৷ চারিদিকে নির্বিচারে চলছে গাছ কাটা৷ আর এরফলে তাপমাত্রার পরিমাণ বেড়ে চলেছে বিশ্বজুড়ে৷ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে জলবায়ূরও ব্যাপক পরিবর্তন হচ্ছে৷ সেই তালিকা থেকে বাদ পড়ল না এবার আন্টাকর্টিকাও৷ গবেষকেরা জানাচ্ছেন, আন্টাকর্টিকার বরফ গলে যাচ্ছে প্রবলভাবে৷ উত্তরপ্রান্তে অবস্থিত পেনিসুলাতে এই বরফ গলে আসতে আসতে বেরিয়ে আসছে সবুজ উদ্ভিদ৷ এরফলে একদিকে পরিবেশের বিপুল পরিবর্তন হচ্ছে ঠিকই৷ কিন্তু অপরদিকে পরিবেশের ইকো সিস্টেমেরও বিপুল পরিবর্তন হচ্ছে৷
নির্বিচারে গাছ কাটার ফলে বিশ্বজুড়ে দূষণের পরিমাণ বেড়ে চলেছে৷ সেক্ষেত্রে আন্টাকর্টিকার মতন জায়গায় একাধিক গাছ জন্মাচ্ছে ফলে তা পরিবেশের দূষণের পরিমাণ অনেকটাই কমিয়ে দিচ্ছে৷ বিজ্ঞানীদের মতে, আন্টাকর্টিকায় একসময় বছরে গাছের পরিমাণ মাত্র ১মিলিমিটার হারে বৃদ্ধি ঘটত৷ কিন্তু এখন বছরে প্রায় ৩মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে গাছের সংখ্যা৷
গবেষক ম্যাথিউ-এর গবেষণায় উঠে এসেছে আরও একটি তথ্য৷ আন্টাকর্টিকা মূলত সারাবছরই পুরু বরফে ঢাকা থাকে৷ কিন্তু এখন সেই বরফ গলে বেরিয়ে আসছে একের পর এক গাছ৷ গবেষকদের মতে, গাছের পরিমাণ আরও বাড়বে এই অঞ্চলে৷ আন্টাকর্টিকার উত্তরে প্রায় ৪০০ মাইল এলাকা জুড়ে জলবায়ূর ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে৷ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে চলেছে পরিবেশ জুড়ে৷ স্যাটেলাইটে এই এলাকার ছবিটি ধরা পড়তেই গবেষকেরা এই এলাকাজুড়ে গবেষণা শুরু করেছেন৷ তবে, এই পরিবর্তন আচমকা হয়নি৷ গত ১৫০ বছর ধরে আসতে আসতে এই পরিবর্তন হচ্ছে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন