“বিশ্ব ভালবাসা দিবসে রাঙামাটি সেজেছে ফুলে ফুলে”
সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি প্রতিনিধি :
বিশ্ব ভালবাসা দিবস পালনে ব্যস্ত রাঙামাটির বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রিয় জনকে মন গলিয়ে দিতে সবাই ফুলের দিকে আকর্ষন। রাঙামাটির বিভিন্ন ফুলের দোকান সহ বিভিন্ন পর্যটন স্থানে ফুল বিক্রির জাঁকজমকভাবে দল বেঁধেছে রুপের রানীর প্রিয় মানুষ। রাঙামাটি শহরের রিজার্ব বাজার, তবলছড়ি, ডিসি বাংলো, রাঙামাটি পর্যটন ঝুলন্ত সেতু সহ রাঙামাটির বিভিন্ন স্থানে ফুল বিক্রির জাঁকজমক পরিবেশ তৈরি হয়েছে। ছোট বড় সবাই হাতে নিয়েছে ফুল। প্রতি গোলাপ ২০-৩০ টাকা, প্রতি রজনীগন্ধা ২০-৩০ টাকা বিক্রি করতেছে ফুল ব্যবসায়ীরা। রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট গুলো ছেলে-মেয়েদের পদাচরনায় জমজমাট ও মুখরিত হয়ে উঠেছে পর্যটন স্পট।
১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসকে স্মৃতির পাতায় ধরে রাখতে বিভিন্ন ছেলে-মেয়ে ফুল কিনতে ফুলের দোকানে জড় হচ্ছে। এমনকি স্বামী তার স্ত্রীকে ভালবাসা নিবেদনের জন্য হাজার টাকা খরচ করে দোকান থেকে ফুল কিনতে দেখা যায়।
বিশ্ব ভালবাসা দিবস পালনের জন্য আশা চাকমা (চিঝি) বলেন, আমি কোনদিন এই দিনে এতটা সুন্দর করে ভালবাসা দিবসে পালনে উৎসাহ হয়নি। এবারে আমি আমার মনের মানুষের মন জয় করতে দোকানে এসেছি ফুল কিনতে। আমি বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাই এই বিশ্ব ভালবাসা দিবসকে কখনও অপবিত্র করবেন না। ভালবাসাই মানুষকে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করে।
ফুল বিক্রেতা পৌর নার্সারী এন্ড টব হাউজ এর মালিক মোঃ মোজাপ্পর আহম্মদ জানান, প্রতিবছর বিশ্ব ভালবাসা দিবসে আমি ৩০-৪০ হাজার টাকার ফুল অর্ডাই দিই। প্রতিবছর এই দিনে অনেক ফুল বিক্রি করি। জানিনা এবছরে কতটা সফল হতে পারব। তববে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় ১০-১২ হাজার টাকার ফুল বিক্রি করি। প্রিয় মানুষকে যাহাতে বিভিন্ন ধরনের ফুল দিতে পারে সেজন্য দোকানে বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসি।আশা করি এবারও অনেক টাকার ফুল বিক্রি করতে পারব।
তবলছড়ি আসামবস্তী ব্রিজের রাস্তায় ভাসমান ফুল বিক্রেতা মো: আনোয়ার হাসান বলেন, প্রতি বছর আমি নিজেই মনের মানুষের মন জয় করতে ফুল কিনে উপহার দিই। তাই এবারে যাহাতে সবাই নিজের মনের মানুষকে ফুল দিতে পারে সেজন্য আমি রাস্তার পাথে একটি টেবিল বসিয়ে ফুল বিক্রি করা শুরু করি। একটি গোলাপ প্রতি ২৫-৩০ টাকা, রজনীগন্ধা প্রতি ২০-২৫টাকা বিক্রি করতেছি। সকাল থেকে প্রায় ১৫০০ টাকার মত ফুল বিক্রি করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাজেকে ডাম্প ট্রাক উল্টে ৬ শ্রমিক নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রিবিস্তারিত পড়ুন
ভূমিধসে তিন সন্তানকেই হারালো যে দম্পতি
বান্দরবান শহর থেকে দুতিন কিলোমিটার দূরবর্তী এক পাহাড়ী গ্রাম লিমুভিরি।বিস্তারিত পড়ুন
৫ জুন রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ
শুক্রবার রাঙামাটির লংগদুতে এক যুবলীগ নেতাকে হত্যার ঘটনার জের ধরেবিস্তারিত পড়ুন