বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন ফাঁস রোধে যেসব পদক্ষেপ

আগামীকাল (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ১ ঘন্টা আগে প্রশ্নপত্রের সেটগুলোর মধ্যে লটারির মাধ্যমে একটি সেট নির্ধারণ করা হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এমনটি জানানো হয়।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের কনফারেন্স রুমে কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এবং বিজ্ঞ সদস্যদের উপস্থিতিতে সকাল সাড়ে আটটায় প্রশ্নপত্রের সেট নির্ধারিত হবে।
এসময় কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যানের সাথে অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের জেলা প্রশাসকগণ (চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল) ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।
আগামীকাল সকাল সাড়ে নয়টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যা চলবে সাড়ে ১১টা পর্যন্ত।
প্রার্থীদের সকাল ৮টা ২০ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে বলা হয়েছে। সকাল সোয়া নয়টায় উত্তরপত্র এবং সাড়ে নয়টায় প্রশ্নপত্র দেয়া হবে। এবার বিসিএস পরীক্ষার জন্য আবেদন করেছেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী।
কমিশনের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগসহ প্রবেশে নিষেধ করা হয়েছে।
পরীক্ষার সময় হাতঘড়ি, পকেটঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ, পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি সরবরাহ করবে কমিশন।
উপরোক্ত ডিভাইস ও ঘড়ি পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ পরীক্ষার বিধি ভঙ্গের কারণে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশনের আওতায় সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে জানায় পিএসসি।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারী কর্ম কমিশন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন