বিসিবি ইংলিশ ফিজিও ডিন কনওয়েকে বরখাস্ত করল !

বাংলাদেশ ক্রিকেট দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়েকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও বেতন নিয়ে বনিবনা না হওয়ায় তাকে অব্যাহতি দিয়েছে বিসিবি। নতুন ফিজিও নিয়োগ না পাওয়া পর্যন্ত তার পরিবর্তে কাজ করবেন খাদেমুল ইসলাম শাওন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, ‘কনওয়ের সঙ্গে আমাদের বেশ কিছুদিন থেকেই বনিবনা হচ্ছিল না। তাই তাকে আমরা ছেড়ে দিয়েছি। আজ থেকেই তাকে ছাটাই করা হয়। ইতোমধ্যেই তিনি দেশে ফিরে গেছেন।’
উল্লেখ্য, গত নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের ফিজিও হিসেবে যোগ দিয়েছিলেন কনওয়ে। এরপর ভারত সিরিজেও ছিলেন তিনি। চুক্তি ছিল ২০১৯ সাল পর্যন্ত টাইগারদের সামাল দিবেন তিনি। কিন্তু বেতন নিয়ে বিসিবির সঙ্গে ঝামেলা হওয়ায় বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাননি এ ইংলিশ ফিজিও। আর আজ তাকে অব্যাহতি দেয় বিসিবি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন