বিস্ফোরণ: তিতাসের তদন্ত কমিটি গঠন
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় প্যাকেজিং কারখানা টাম্পাকো ফয়লসে বিস্ফোরণের পর আগুন ধরার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস। এই ঘটনায় গঠন করা আরও চারটি তদন্ত কমিটির পাশাপাশি কাজ করবে তারাও।
দুর্ঘটনার পর পর বয়লার বিস্ফোরণের কথা জানা গেলেও পরে শোনা যায় কারখানার বয়লার দুটি অক্ষত আছে। গ্যাস লাইনে সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে কি না-সে নিয়েও কথা উঠে। এরপর গ্যাস লাইনের ত্রুটি খতিয়ে দেখতে তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় তিতাস।
তিতাসের ঢাকা মেট্রো উত্তরের মহা-ব্যবস্থাপক প্রকৌশলী রানা আকবর হায়দারীকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। এই কমিটির অন্য দুই সদস্য হলেন, উপমহাব্যবস্থাপক বাসুদেব সাহা ও উপব্যবস্থাপক (ভিজিলেন্স) শহীদ হোসাইন সোহাগ।
কমিটির প্রধান ঢাকাটাইমসকে জানান, ‘আমাদেরকে আগামী সাত দিনের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রতিবেদন জমা দিতে পারবো।’
গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের এই কারখানাটিতে বিস্ফোরণের পর আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসক, ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বা কলকারখানা অধিদপ্তরের তদন্ত কমিটি কাজ করছে। তবে কোনো কমিটিই এখন পর্যন্ত সিদ্ধান্তে আসার মত অবস্থানে পৌঁছেনি। এই কমিটিগুলোতে সর্বনি¤œ পাঁচ কর্মদিবস থেকে সর্বোচ্চ ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
দুর্ঘটনার পর দিন থেকে ঈদের ছুটি থাকায় তারা এখন পর্যন্ত কেবল বৃহস্পতিবার একটি কর্র্মদিবস পেয়েছেন। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, তারা বিস্ফোরণের পর আগুন ধরার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও টাম্পাকোতে উদ্ধার অভিযানে নিয়োজিত কয়েকজনের সঙ্গে কথা বললেও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এ কারণে বেশ কিছু তথ্য পাচ্ছেন না তারা।
টাম্পাকো বিস্ফোরণে পাঁচ তলা ভবনটির প্রায় পুরোটাই ধসে পড়েছে। সেনাবাহিনীর একটি দল এই ধ্বংসস্তুপ সরানোর কাজ করছে। তারা মেশিন দিয়ে ধ্বংসস্তুপ কেটে সেগুলো সরিয়ে নিচ্ছে। তবে কারখানার ভেতর অতি দাহ্য রাসায়নিক থাকায় তাদেরকে কাজ করতে হচ্ছে সতর্কতার সঙ্গে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন