বিয়েতে উপহার সেক্স টয়!

বিয়েতে উপহার হিসেবে সেক্স টয়ের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে গুজরাটে। অনলাইনে দেদার অর্ডার দেওয়া হচ্ছে সেক্স টয়, অ্যাডাল্ট গেমস ।
আর তা তুলে দেওয়া হচ্ছে নব বিবাহিতের হাতে। দেশের তৃতীয় বৃহত্তম সেক্স টয় এবং সেক্সুয়াল ভিডিও–র বাজার গুজরাট। দেখা যাচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ বিয়ের মরসুমে এই জিনিসগুলোর বিক্রি বেড়ে যায়।
শাহিবুগের একটি বিদেশী ডাকঘর সূত্রে জানানো হয়েছে, সেখান থেকে সেক্স টয় বিলি বেড়ে গিয়েছে। নবরাত্রি, ভ্যালেন্টাইন’স ডে, বড়দিন, ইংরাজি নতুন বছরকে কেন্দ্র করে সেক্স টয়ের বিক্রি এমনিতেই বেড়ে যায়। নতুন ট্রেন্ড, বিয়ের মরসুমে বিক্রি বাড়া।
সমীক্ষায় দেখা গিয়েছে নবরাত্রিতে যৌন উদ্দীপক পণ্যের বিক্রি ৩৬০ শতাংশ বাড়ে গুজরাটে। ভ্যালেন্টাইন’স ডে তে বিক্রিটা আরও বাড়ে। তাছাড়া মর্নিং আফটার পিল, গর্ভনিরোধক বড়ি, কন্ডোমের বিক্রি বহুগুণ বেড়ে যায় উৎসবের সময়। ‘দ্যাটস পার্সোনাল ডট কম’–এর সি ই ও সমীর সারাইয়া জানিয়েছেন, ‘আমাদের গিফট আইটেমগুলোর গড় দাম এই সময় বেড়ে সাড়ে চার হাজার টাকা হয়ে যায়।
ক্রেতারা অনুরোধ করেন যাতে পণ্যগুলো যেন বিশেষ মোড়কে সরবরাহ করা হয়। বিয়ের মরসুমে এক লক্ষ টাকার যৌনপণ্য সরবরাহের বরাত পেয়েছি। ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এই ধরনের পণ্যের বরাত তিনগুণ বেড়ে যায়।’ দেখা যাচ্ছে গুজরাটের আনন্দ, বাপি, ভাবনগর এবং আঙ্কলেশ্বরের মত ছোট শহর থেকে ৬৫ শতাংশ বরাত আসছে।
১৮ থেকে ৫০ বছর বয়সী যাঁরা শারীরিকভাবে যৌন সক্ষম তাঁরাই এই জাতীয় পণ্যের অর্ডার দিচ্ছেন। মহিলারাও পিছিয়ে নেই। ৫৯ শতাংশ পুরুষের পাশাপাশি ৪১ শতাংশ মহিলাও সেক্স টয় কিনতে এগিয়ে এসেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন