বিয়ের আগেই অদ্ভূত দাবি করে বসলেন এই কনে
কন্যাদানের সঙ্গে সোনা দানও ভারতীয় সংস্কৃতির অন্যতম অঙ্গ৷ কারও সাধ্য কম, কারও বেশি৷ তবে সবাই চেষ্টা করেন সাধ্যাতীত ভাবেই নিজ কন্যাকে বিদায় জানাতে৷ বিশেষ করে দাক্ষিণাত্যে বিয়ে মানেই সোনার আতিশয্য যেন একটু বেশিই৷ আইনের আড়ালে পণের দেওয়া নেওয়াও যে হয় না, তা নয়৷
পণের দাবি করেছেন হায়দরাবাদের সাহলা নেখিইলও৷ তবে, সোনা নয় তাঁর চাহিদা ছিল ৫০টি নতুন বই৷ হবু স্বামী আনিস নাবোদির কাছে ‘মেহের’ হিসেবে এই দাবিই জানিয়েছিলেন তিনি৷ বাকদত্তার এই দাবিতে পরিবার-পরিজনেরা তেমন খুশি না হলেও আনিস খুব খুশি৷ এমন একজন জীবনসঙ্গীকে কোনও মতেও ছাড়তে রাজি নন তিনি৷ কথা মতো বেঙ্গালুরু গিয়ে ৫০টি বই কিনে এনে তবেই নিকাহ সেরেছেন৷
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী সাহলা৷ নিজের এই দাবির মাধ্যমে সমাজকে পণপ্রথার বিরুদ্ধে সচেতন করে তুলতে চেয়েছেন তিনি৷ একইসঙ্গে সোনা ছাড়াও যে বিয়ে সম্ভব, সেটাই নিজের আত্মীয়-পরিজনদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন বলে দাবি তাঁর৷-সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন