বিয়ের পণ হিসাবে রক্ত চাইলেন ছেলের বাবা
বিয়েতে পণ হিসাবে পাত্রপক্ষ কী কী চাইতে পারেন? অনেকেই বলবেন, আসবাবপত্র গাড়ি, গয়না, নগদ টাকা খুব বেশি হলে একটি ফ্ল্যাটও। প্রথমেই এই জিনিসগুলির কথা যেমন সাধারণ মানুষের মাথায় আসবে। তেমনি, কন্যাপক্ষও এই জিনিসগুলি দেওয়ার কথা চিন্তা করেন। কিন্তু কেউ কি কখনও ভাবতে পারবেন, পণ হিসাবে কয়েক বোতল রক্ত চাওয়া হবে! হ্যাঁ, অবাক লাগলেও ব্যতিক্রমী এই ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়।
কেন এই সিদ্ধান্ত?
পাত্রের বাবা উদয় সিংহ লম্বে একটি রক্তদান সংস্থার সঙ্গে জড়িত। রক্তদান করতে সব মানুষকেই প্রেরণা দেন তিনি। ছেলের বিয়েতেও নিজের সেই প্রেরণাকে কন্যাপক্ষের সামনে রাখেন। কন্যার বাবা যখন জানতে চান পণ হিসাবে কী কী নিতে চান তাঁরা। সবাইকে অবাক করে দিয়ে উদয় সিংহ পণ হিসাবে চেয়ে বসলেন ২০১ ইউনিট রক্ত! কেউ তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। প্রত্যেকেই তখন নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি শুরু দিয়েছেন। সবাই যখন সম্বিত্ ফিরে পেলেন, উদয় সিংহ ফের একই দাবি করেন।
৫৮ বছরের উদয়বাবু এ পর্যন্ত ৯৩ বার রক্ত দান করেছেন। অনেক লোকের জীবনও বাঁচিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর পরিবারের লোকেরাও নিয়মিত রক্তদান করেন। উদয়বাবুকে নিরাশ না করেই কন্যার বাবা কথা দিলেন বিয়ের দিনেই রক্তদান করা হবে। এই ভাবই উদয় সিংহ তাঁর সেবামূলক কাজে সামিল করলেন ছেলের শ্বশুরবাড়ির লোকেদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন