বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অবশেষে আসামি আটক
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগরে টিপু(২১) নামে এক ধর্ষণ মামলা আসামি গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুর ২টায় শ্রীনগর কলেজের সামনে হতে তাকে গ্রেফতার করা হয় ।তার বাড়ি শ্রীনগর উপজেলার কুকুটিয়া নাগরভাগ গ্রামে আঃআজিজ শেখ এর ছেলে ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,একই ইউনিয়নের নাগোর ভাগ গ্রামের আঃআজিজ শেখ এর ছেলে টিপু (২১)এর সঙ্গে সুরদিয়া গ্রামের কিশোরী মেয়ের সর্ম্পক গড়েওঠে।
বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী মারিয়া(১৭) কে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার দৈহিক সর্ম্পকে লিপ্ত হন টিপু। নিজের অজান্তে প্রায় ৪ মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়েন কিশোরী মেয়েটি।বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে টিপু বিয়ে করতে অস্বীকৃতি জানায়।মেয়েটিকে গর্ভপাত ঘটানোর জন্য নানা রকম চাপ প্রয়োগ করতে থাকেন।অসহায় মেয়েটি সব কথা খুলে বলেন তার পাশ্ববর্তি এক ভাবীকে।
এক পর্যায়ে বিষয়টি এলাকায় জানা জানি হয়ে পরেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় টিপুর পরিবারকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ও তাতে কাজ হয়নি।এ বিষয়ে গত ৫ ডিসেম্বর মেয়েটি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি মামল দায়ের করেন।।যাহার মামলা নং০৩। এব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান,এবিষয়ে নারীও শিশু নির্যাতœ দম্ন আইন ২০০(সং/২০০৩)এর ৯(১) ধারায় মামলা আসামি তাকে শ্রীনগর কলেজ সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন