বিয়ে ভাঙতে প্রেমিকার বাড়িতে অস্ত্র, কিন্তু পার পেলেন না
নওগাঁ সদর উপজেলায় বিয়ে ভাঙার জন্য প্রেমিকার বাড়িতে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করেছিলেন এক যুবক ও তাঁর সহযোগীরা। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের এই কৌশল ধরা পড়ে যায় পুলিশের কাছে। পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে এবং এর সঙ্গে জড়িত সন্দেহে চারজনের নামে অস্ত্র আইনে মামলা দিয়েছে।
আজ শুক্রবার সকারে উপজেলার চণ্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক চার যুবক হলেন উপজেলার বক্তারপুর গ্রামের কৌশিক ফায়সাল, তাঁর বন্ধু ফারুক হোসেন, রিপন হোসেন ও আল-রাহিদ।
নওগাঁ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকিরুল ইসলাম জানান, গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের পটিয়ার রাজু নামে এক যুবকের সঙ্গে নওগাঁ সদর উপজেলার চকবুলাকি গ্রামের ইকবাল হোসেনের মেয়ে রিয়ার বিয়ে হয়। আজ শুক্রবার নওগাঁয় বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘কিন্তু এই বিয়ে ভাঙার জন্য কৌশিক ফয়সাল তাঁর বন্ধুদের সহযোগিতায় গত ১৩ মার্চ একটি শ্যুটারগান ও একটি গুলি প্রেমিকা রিয়ার বাড়ির গোসলখানার পাশে মাটিতে পুঁতে রাখে। সেই সঙ্গে তারা পুলিশে খবর দেয়।’
মো. জাকিরুল ইসলাম আরো জানান, আজ অনুষ্ঠান চলাকালে পুলিশ বিয়েবাড়িতে এসে অস্ত্র উদ্ধার করে এবং রিয়ার বাবা ইকবাল হোসেনকে আটক করে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুলের সুপারিশে ইকবাল হোসেনকে ছেড়ে দেয় পুলিশ।
সন্দেহ হলে, পুলিশে খবরদাতা যুবক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি স্বীকার করেন কৌশিক ফয়সালের সঙ্গে রিয়ার প্রেম ছিল। তাই বিয়ে ভাঙাতে তারা নিজেরাই অস্ত্র রেখেছেন বলে স্বীকার করেন।
পুলিশ আরো জানায়, এরপর ওই চার যুবককে আটক করে পুলিশ। এ ঘটনায় ওই চার যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত
নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।বিস্তারিত পড়ুন
এ দুর্ভোগের শেষ কোথায় ?
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) থেকে: এ দুর্ভোগের শেষ কোথায়, আরবিস্তারিত পড়ুন
আত্রাইয়ে ৩ গ্রামের মানুষের নদী পারাপারে নৌকায় একমাত্র ভরসা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁর আত্রাইয়ে একটি ব্রিজেরবিস্তারিত পড়ুন