বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ
রাজশাহী: বৃষ্টির প্রার্থনায় রাজশাহীতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিশেষ নামাজ আদায় করা হয়েছে।
সকাল ৯টায় মহানগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশেষ এই নামাজ আদায় করা হ্য়। রাজশাহী সিটি করপোরেশন এই নামাজের আয়োজন করে।
নামাজ শেষে প্রখর রোদ ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। বিশেষ প্রার্থনা করা হয় অঝোর ধারায় বৃষ্টির জন্য।
নামাজে ইমামতি করেন রাজশাহীর সোনাদিঘী জামে মসজিদের খতিব শেখ তৈয়বুর রহমান নিযামী।
দুই রাকাত নফল নামাজে সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম ছাড়াও প্যানেল মেয়র-২ ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একেএম রাশেদুল হাসান টুলুসহ স্থানীয় মুসল্লি ও স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন। সবাই বৃষ্টির জন্য পরম করুণাময় আল্লাহর কাছে দোয়া করেন।
রাজশাহীতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে। এর মধ্যে গত ২৩ এপ্রিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন