বৃষ্টির প্রভাব থাকতে পারে আরো তিন-চার দিন
অকাল বৃষ্টির জেরে এখন নাজেহাল শহরবাসী ৷ নভেম্বরের গোড়ায় এমন বৃষ্টিতে মোটেই স্বস্তিতে নেই সাধারন মানুষ ৷ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্টেও বৃষ্টি থামার আপাতত কোনও লক্ষণ নেই ৷ বঙ্গোপসাগরে আরও ভারী হয়েছে নিম্নচাপ বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। এটির প্রভাবে আরো ৩/৪ দিন দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চার বন্দরসূমহে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গতকাল আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শুক্রবার বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১০৩৫ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কিঃমিঃ পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে ৮৮৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৯৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিঃমিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিঃমিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিঃমিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সে সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মি.মি. বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিলেটে ২৯ মি.মি., পটুয়াখালীতে ২৬ মি.মি., রাঙ্গামাটিতে ২৩ মি.মি., চাঁদপুরে ১৮মি.মি., মাদারীপুরে ও ভোলায় ১৭ মি.মি., নেত্রকোনায় ১৬ মি.মি., খুলনা ও কুতুবদিয়ায় ১৫ মি.মি, ফরিদপুরে ১৪ মি.মি., মংলায় ১১ মি.মি., যশোরে ১০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই সংক্রান্ত আরো সংবাদ
উত্তর প্রদেশে মাদ্রাসা চালু রাখতে বাধা কেটে গেল
ভারতের উত্তর প্রদেশে ২০০৪ সালে তৎকালীন রাজ্য সরকারের তৈরি মাদ্রাসাবিস্তারিত পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের পাশে মাজারে হামলা, দানবাক্স উধাও
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের পাশের হয়রত হাজী খাজা শাহবাজ (রাহ:) এরবিস্তারিত পড়ুন
সরকারি চাকরিজীবীদের জন্য ৯ নির্দেশনা
রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি কর্মচারীদের বিব্রতকর পরিস্থিতি এড়াতে সতর্কবিস্তারিত পড়ুন