শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেওয়ারিশ লাশ দাফনেও ‘প্রকৃতির বাগড়া’ [ভিডিও]

‘কয়টা ডেড বডি রেডি করছো। প্রচণ্ড বৃষ্টির কারণে কবরস্থান পানিতে সয়লাব হইয়া গেছে। কবর খোঁড়া যাচ্ছে না। বডি যত কম আনা যায় সেই চেষ্টা কইরো।’

মঙ্গলবার দুপুর ২টায় জুরাইন কবরস্থান থেকে এক কর্মকর্তা আঞ্জুমান মফিদুল ইসলামের ক্যারিয়ার (যারা লাশ বহন করেন) দলনেতা শফিকুল ইসলাম এমিলের সঙ্গে মোবাইল ফোনে এসব কথা বলছিলেন।

ওপাশ থেকে এমিলকে বলতে শোনা যায়, ‘আজ তো মোট ২৭টা লাশ নেওয়ার চিন্তা-ভাবনা করছিলাম। ১০টা লাশ প্যাকেট করছি। মর্গ এলাকায়ও তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাইলে আইজ ওই ১০টাই নিয়া আসি। বাকিগুলো পরদিন নিয়া যামু, কি কন।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মরচুয়েরি অ্যাসিস্ট্যান্ট সিকান্দারও এমিলের সঙ্গে সহমত প্রকাশ করেন।

তিনি আপাতত ১০টি লাশ নিলেও বুধবার বাকি ১৭টা ও এরপর আরও ২০/২২টা বেওয়ারিশ লাশ নিয়ে যাওয়ার অনুরোধ জানান।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সিকান্দার জানান, ঈদের পর থেকে মৃত নবজাতকসহ অর্ধশত বেওয়ারিশ লাশ মর্গে পড়ে আছে। আগে আঞ্জুমান মফিদুল ইসলাম চার/পাঁচদিন পর পর লাশ নিয়ে দাফন-কাফন করলেও ঈদের পর থেকে কোনো লাশ নেয়নি। মর্গের পাঁচটি মরচুয়েরি কুলারের তিনটিই নষ্ট থাকায় লাশগুলো বাইরে রাখায় তা পঁচে-গলে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে।

আঞ্জুমানের ক্যারিয়ার দলনেতা এমিল জানান, বৃষ্টির কারণে জুরাইন কবরস্থান কর্তৃপক্ষ লাশ দাফনের জন্য কবর খুঁড়তে না পারায় লাশ নিতে চাইছে না। কবর খুঁড়তে গিয়ে কোদাল দিয়ে কয়েকটি কোঁপ দিলেই পানি উঠে যায়। আজও (মঙ্গলবার) ২৭টি লাশ নেয়ার কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে সবগুলো নেওয়া যাচ্ছে না।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, প্রচণ্ডে দুর্গন্ধে চিকিৎসক, নার্স, রোগী ও তাদের স্বজনরাসহ সবাই নাকে-মুখে রুমাল চেপে চলাফেরা করছেন।

এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিরাপত্তারক্ষীদের ডেকে চরম বিরক্তি প্রকাশ করেন। তাকে দুর্গন্ধের উৎসস্থল খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিতে দেখা যায়। অন্যথায় এমন দুর্গন্ধময় পরিবেশে দায়িত্ব পালন করা সম্ভব হবে না বলেও তাকে বলতে শোনা যায়।
https://youtu.be/g95_WzhgNMc
এর পরপরই একাধিক নিরাপত্তারক্ষী দুর্গন্ধের উৎস খুঁজতে থাকেন। পরে দেখা যায় হাসপাতালের মর্গের সামনে আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মীরা চারটি বেওয়ারিশ লাশ নিয়ে যেতে কাজ করছেন। প্রায় দুই সপ্তাহ লাশগুলো মর্গে পড়ে থেকে পঁচে-গলে গেছে। দাফনের জন্য লাশগুলো বের করতে গিয়েই চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

আঞ্জুমান মফিদুল ইসলামের একজন ক্যারিয়ার জানান, তারা রাজধানীর জুরাইন কবরস্থানে বেওয়ারিশ লাশ দাফন করেন। কিন্তু ঘন ঘন বৃষ্টির কারণে কবরস্থানে পানি জমে থাকায় লাশ দাফন করা সম্ভব হচ্ছে না। কবরস্থান কর্তৃপক্ষও লাশগুলো নিতে চাচ্ছে না। এ কারণে ঈদের পর ঢামেক হাসপাতাল ও কলেজ মর্গ থেকে বেওয়ারিশ কোনো লাশ দাফনের জন্য নেওয়া হয়নি। ঢামেক কর্তৃপক্ষের বার বার তাগাদা ও জুরাইন কবরস্থান কর্তৃপক্ষ রাজি হওয়ায় আজ লাশ নিতে এসেছেন।
https://youtu.be/Q72IAcFQCiU
বেওয়ারিশ লাশগুলো কিভাবে দাফন হয়, দাফনের আগে জানাজা হয় কিনা কিংবা একই কবরে একাধিক লাশ মাটিচাপা দেওয়ার প্রচলিত ধারণা কতটুকু সত্যি জানতে চাইলে আঞ্জুমানের ক্যারিয়ার এমিল জানান, সাধারণ লাশের মতোই কাফনের কাপড় পড়িয়ে ও জানাজা দিয়ে পৃথক কবরে লাশ স্বাভাবিকভাবে দাফন করা হয়। জাগো নিউজ

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ