বেকারিতে কাজ শুরু করেছেন ভ্যান চালক ইমাম শেখ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভ্যানচালক ইমাম শেখ চাকরিতে যোগদান করেছেন।
বুধবার তিনি যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির ফ্যালকন বেকারিতে সরবরাহকারী হিসেবে যোগ দিয়েছেন।
ইমাম শেখ মোবাইল ফোনে বাসসকে জানান, বুধবার বিমান বাহিনীর ফ্যালকন বেকারির উৎপাদিত পণ্যসামগ্রী সরবরাহ করার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। তার কাজ হচ্ছে ওই পণ্যসামগ্রী বিমান বাহিনী ঘাঁটির ভিতরের বিভিন্ন দোকানে পৌঁছে দেয়া।
তিনি বলেন, একই সাথে তাকে বিক্রিত পণ্যের বিলও আদায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এখানে তিনি মাসে ৭ হাজার ৯৮৪ টাকা বেতন পাবেন জানান। এটি তার অস্থায়ী চাকরি। পরবর্তীতে তার যোগ্যতা অনুযায়ী তাকে অন্য কাজ দেয়া হবে বলেও তিনি জানান।
গত শুক্রবার বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এলাকার ১ নম্বর গেট থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিজের ভ্যানে বহন করে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে নিয়ে যায় ইমাম শেখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন