বেকারিতে কাজ শুরু করেছেন ভ্যান চালক ইমাম শেখ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভ্যানচালক ইমাম শেখ চাকরিতে যোগদান করেছেন।
বুধবার তিনি যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির ফ্যালকন বেকারিতে সরবরাহকারী হিসেবে যোগ দিয়েছেন।
ইমাম শেখ মোবাইল ফোনে বাসসকে জানান, বুধবার বিমান বাহিনীর ফ্যালকন বেকারির উৎপাদিত পণ্যসামগ্রী সরবরাহ করার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। তার কাজ হচ্ছে ওই পণ্যসামগ্রী বিমান বাহিনী ঘাঁটির ভিতরের বিভিন্ন দোকানে পৌঁছে দেয়া।
তিনি বলেন, একই সাথে তাকে বিক্রিত পণ্যের বিলও আদায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এখানে তিনি মাসে ৭ হাজার ৯৮৪ টাকা বেতন পাবেন জানান। এটি তার অস্থায়ী চাকরি। পরবর্তীতে তার যোগ্যতা অনুযায়ী তাকে অন্য কাজ দেয়া হবে বলেও তিনি জানান।
গত শুক্রবার বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এলাকার ১ নম্বর গেট থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিজের ভ্যানে বহন করে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে নিয়ে যায় ইমাম শেখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন