বেকারিতে কাজ শুরু করেছেন ভ্যান চালক ইমাম শেখ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ভ্যানচালক ইমাম শেখ চাকরিতে যোগদান করেছেন।
বুধবার তিনি যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির ফ্যালকন বেকারিতে সরবরাহকারী হিসেবে যোগ দিয়েছেন।
ইমাম শেখ মোবাইল ফোনে বাসসকে জানান, বুধবার বিমান বাহিনীর ফ্যালকন বেকারির উৎপাদিত পণ্যসামগ্রী সরবরাহ করার জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে। তার কাজ হচ্ছে ওই পণ্যসামগ্রী বিমান বাহিনী ঘাঁটির ভিতরের বিভিন্ন দোকানে পৌঁছে দেয়া।
তিনি বলেন, একই সাথে তাকে বিক্রিত পণ্যের বিলও আদায় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এখানে তিনি মাসে ৭ হাজার ৯৮৪ টাকা বেতন পাবেন জানান। এটি তার অস্থায়ী চাকরি। পরবর্তীতে তার যোগ্যতা অনুযায়ী তাকে অন্য কাজ দেয়া হবে বলেও তিনি জানান।
গত শুক্রবার বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স এলাকার ১ নম্বর গেট থেকে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিজের ভ্যানে বহন করে প্রধানমন্ত্রীর নিজ বাসভবনে নিয়ে যায় ইমাম শেখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন
নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন