বেতন নিয়ে ঝামেলা মুশফিকদের সঙ্গে শ্রীলংকা গেলেন না ফিজিও ডিন কনওয়ে !
স্বাগতিকদের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। কিন্তু মুশফিকদের সঙ্গে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিমানে ওঠেননি জাতীয় দলের ফিজিও ডিন কনওয়ে।
এর পেছনে নাকি বিসিবির সঙ্গে দেনা-পাওনা বিষয়ক কিছু জটিলতাই কারণ। তার অনুপস্থিতিতে ফিজিও হিসেবে মুশফিকদের সঙ্গে শ্রীলঙ্কা গেছেন খাদেমুল ইসলাম শাওন।
ডিন কনওয়ে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মাস তিনেকের বেশি হলো। চুক্তিবদ্ধ হয়েছেন ২০১৯ সাল পর্যন্ত। ভারত সফরেও ছিলেন তিনি। শ্রীলঙ্কা সফরের জন্য সবার সঙ্গে তার বিমানের টিকিটও কাটা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত।
জানা গেছে, বিসিবির সঙ্গে নাকি কনওয়ের বেতনসংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়েছে। তাই তিনি শ্রীলঙ্কা সফরে যাননি। তবে বিষয়টি এত জটিল কিছু নয়। শীঘ্রই এসব জটিলতার অবসান ঘটিয়ে কনওয়েকে দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে বিসিবি।
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের সফরসূচিঃ
ফরম্যাট তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ৭-১১ মার্চ গল
দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ পি.সারা ওভাল
প্রথম ওয়ানডে ২৫ মার্চ হাম্বানতোতা
দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ ডাম্বুলা
তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল ডাম্বুলা
প্রথম টি-টোয়েন্টি ৪ এপ্রিল কলম্বো
দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ এপ্রিল কলম্বো
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন