বেতন বাড়ছে আম্পায়ারদেরও
শুধু ক্রিকেটারদের মাসিক বেতন ও আন্তর্জাতিক ম্যাচ ফিই বাড়েনি। এখন থেকে স্থানীয় আম্পায়ারদেরও বেতন বাড়ানো হচ্ছে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬ তম কার্যনির্বাহী সভাতে আম্পায়ারদের এই বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
রেটিং পয়েন্ট ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে স্থানীয় আম্পায়াররা আগের চেয়ে ২০ ভাগ বেশি বেতন পাবেন। ‘এ’ থেকে ‘ডি’ পর্যন্ত চারটি গ্রেডিং করে এই বেতন নির্ধারণ করা হবে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতির ভাষ্য, ‘আম্পায়ারদের বেতন ২০ ভাগ বোড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ থেকে ডি পর্যন্ত চারটা গ্রেডিং করে আমরা বেতন নির্ধারণ করেছি। র্যাটিং পয়েন্ট যা আছে তার সঙ্গে পারফরম্যান্সকেও কাউন্ট করতে হবে।’
আম্পায়ারদের বেতন কেন বাড়ানো হচ্ছে তার ব্যাখ্যা দিতে গিয়ে পাপন বলেন, ‘ক্লাবের কথা বাদ দিয়ে আপনি যদি ক্রিকেটের ভবিষ্যত দেখেন, তাহলে আম্পায়ারদেরকে প্রাধান্য দিতেই হবে। তাদের শক্তিশালী করতেই হবে। একটা একটা করে অভিযোগ আসবে, আর আম্পায়ারদের বাদ দিবেন, তাহলে তো সঠিক সিদ্ধান্তই পাবেন না। এমনিতেই ডিরেক্টরদের ভয়ে আম্পায়াররা ভীত থাকে। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের আরো শক্তিশালী করতে হবে।’
ক্লাবের চাপে যাতে আম্পায়াররা ভীত না থাকে সে ব্যাপারে দৃষ্টিপাত করেছেন বিসিবি সভাপতি। তার বিশ্বাস, মাঠে ক্যামেরা বসালে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। সেই সঙ্গে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের আরও শক্তিশালী করতে হবে। এছাড়া পুরো ব্যাপারটিকেই একটি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন