বেলাল ও অনন্যার ‘সোনাবন্ধু’


গানটির শিরোনাম ‘সোনাবন্ধু’। সম্প্রতি এ গানটিতে কণ্ঠ দিয়েছেন লামিয়া ইসলাম অনন্যা ও শাহরিদ বেলাল। প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন তারা। ‘আমার সোনা বন্ধু করেছে আমারে পাগল’- এমনই কথার গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম।
গানটির সুর করেছেন শাহরিদ বেলাল ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। সম্প্রতি লালমাটিয়া রেজয়ান মিউজিক কিচেন স্টুডিওতে গানটির রের্কডিং করা হয়। আগামী ঈদে শাহরিদ বেলাল ফিচারিং মিশ্র অ্যালবামে গানটি প্রকাশিত হবে বলে জানান কণ্ঠশিল্পী শাহরিদ বেলাল।
গান গাওয়া প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এবারই প্রথম মৌলিক কোনো ফোক গানে কণ্ঠ দিলাম। আলম ভাইয়ের লেখা গানে প্রথম গাইলাম। আশা করছি সবার ভালো লাগবে গানটি।’
‘নতুন করে গানের রেওয়াজ করছি, আর নতুন নতুন গান করছি। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যাস্ত সময় পার করছি’ বললেন অনন্যা।
কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আরফিন রুমির সাবেক স্ত্রী অনন্যা ছোটবেলায় বাংলাদেশ শিশু একাডেমি ও বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) গান শিখেছেন। রুমির সঙ্গে বিয়ের পর দীর্ঘদিন গানের চর্চা থেকে দূরে ছিলেন।
২০১২ সালে অনন্যাকে ঘরে রেখেই দ্বিতীয় বিয়ে এবং বিয়ে পরবর্তী কিছু ঘটনার কারণে নিজেকে বিতর্কিত করে তোলেন আরফিন রুমি। রুমির সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানেন অনন্যা। তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয় গত বছরের শেষদিকে। এরপর পুরোপুরি গানে ব্যস্ত হয়ে পড়েন অনন্যা।
গত পহেলা বৈশাখে প্রকাশিত হয়েছে অনন্যার প্রথম একক গানের অ্যালবাম। নিজের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নাম রেখেছেন ‘অনন্যা’।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













