মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বেসরকারি বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের চাপ কমাতে চায় ইউজিসি

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের শিক্ষার্থী নাজমুল হোসেন। তাকে বছরে তিন সেমিস্টারে পরীক্ষা দিতে হয়। চার মাস পর পর প্রতি সেমিস্টারে নতুন করে ভর্তি হতে হয় তাকে। প্রতি সেমিস্টারে গুনতে হয় ৩৫ থেকে ৩৯ হাজার টাকা।

দেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়েই এ রকম চার মাসে সেমিস্টার। দুই মাস পরপর পরীক্ষা। একটি পরীক্ষা দিয়ে টেবিলে বসতে না বসতেই আবার পরীক্ষার ঘণ্টা বাজে। এক সেমিস্টারের ভর্তি ফি, টিউশিন ফি, পরীক্ষা ফি দিয়ে হাঁপ ছাড়ার আগেই সামনে এসে হাজির হয় আরেক সেমিস্টারের চাপ।

এই চার মাসের সেমিস্টারকে অযৌক্তিক বলছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষাবিদরা। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো বছরে ছয় মাসের দুই সেমিস্টার চান বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এতে শিক্ষার্থীরা যেমন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেয়ার পাশাপাশি লেখাপড়ার বাড়তি চাপমুক্ত হবে, তেমনি পরিবারের ওপর থেকে কমবে অতিরিক্ত অর্থের চাপ।

এসব বিবেচনায় ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন-সেমিস্টারের লাগাম টানার উদ্যোগ নিয়েছে। তিন সেমিস্টারের বদলে দুই সেমিস্টার পদ্ধতির নির্দেশনা দিয়ে ইতিমধ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে ইউজিসি। আর নতুন যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে, সেগুলোতে শুরু থেকেই দুই সেমিস্টার পদ্ধতি চালুর নির্দেশ দিয়েছে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত সপ্তাহে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেয়া চিঠিতে ইউজিসি বলেছে, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকাডেমিক শৃঙ্খলা আনতে চায়। এ জন্য বছরে তিন সেমিস্টার কোনোভাবেই কাম্য নয়। তাই দুই সেমিস্টারে বছর গণনা করতে হবে।

জানতে চাইলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক মো. আখতার হোসাইন বলেন, “আমরা চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা চাপহীনভাবে লেখাপড়া করুক। অ্যাকাডেমিক সেক্টরে শৃঙ্খলা ফিরে আসুক। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে তিন সেমিস্টার পদ্ধতি চালু রয়েছে। এটি অযৌক্তিক বলে আমাদের কাছ মনে হয়। এতে শিক্ষার্থীরা লেখাপড়া নিয়ে চাপের মধ্যে পড়ে। বাড়তি টাকাও গুনতে হয় তাদের।”

এক প্রশ্নের জবাবে ড. আখতার বলেন, “সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বছরে দুই সেমিস্টার পদ্ধতি চালু আছে। তারা কিন্তু ভালো করছে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কেন পারবে না। আমরা তাদের ইতিমধ্যে চিঠি দিয়েছি। অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছে।”

কৃষিবিদ এই অধ্যাপক বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বিশৃঙ্খলা আছে। আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি শৃঙ্খলার মধ্যে আনতে। এর মধ্যে একটি হলো সেমিস্টারের লাগাম টানা। আমরা আশা করছি, আসছে বছরেই এটি কার্যকর হবে।”

অধ্যাপক আখতার বলেন, “নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা প্রথম থেকেই বলে দিয়েছি দুই সেমিস্টার পদ্ধতি চালু করতে হবে। তারা সেটা মেনে নিচ্ছে।”

ইউজিসির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদরা। তাদের ভাষ্য, সেমিস্টার বেশি হলে সময় যেমন নষ্ট হয়, তেমনি শিক্ষার্থীদের অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়। দুই সেমিস্টারই আদরর্শ বলে মনে করেন তারা।

জানতে চাইলে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “আমি সেমিস্টার সিস্টেমেরই বিপক্ষে। আগে ইয়ার সিস্টেমই ভালো ছিল। যা হোক, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার চালু আছে। এতেও অনেক সময় চলে যায় পরীক্ষা নিতেই। ছেলেমেয়েরা পড়ালেখায় বেশি সময় দিতে পারে না। আর যদি তিন সেমিস্টার হয়, সেটা তো আরও সমস্যা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন সেমিস্টার বন্ধে ইউজিসি যে সিদ্ধান্ত নিয়েছে সেটি খুবই ইতিবাচক বলে আমার কাছে মনে হয়।”

এই সংক্রান্ত আরো সংবাদ

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন

টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে

উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের একটি প্রমিত নিরীক্ষণ ব্যবস্থা টোফেলবিস্তারিত পড়ুন

মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ

নিজস্ব সংবাদদাতাঃ কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানবিস্তারিত পড়ুন

  • ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি জানালো পিএসসি
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী