বৈরী আবহাওয়া: বরিশালে জেএসসি পরীক্ষা স্থগিত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে আগামীকালের (রবিবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট- জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা পিছিয়ে ১২ নভেম্বর করা হয়েছে। ওইদিন সকাল ১০টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর শাহ আলমগীর হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলমগীর হোসেন বলেন, বৃষ্টি হচ্ছে দুদিন ধরেই। থামার কোনো লক্ষণ নেই। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এমন আবহাওয়ার কারণে আগামীকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, আগামীকালের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ১২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সাগরে নিম্নচাপের কারণে গত কয়েক দিন ধরেই সারাদেশে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার নিম্নচাপটি বরিশাল ও চট্টগ্রাম উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করতে পারে। তবে এই বৃষ্টি অব্যাহত থাকবে আরও দুই এক দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন