বৈশ্বিক বাসোপযোগী সূচকে ঢাকা দু’ধাপ এগিয়েছে

বৈশ্বিক বাসোপযোগী সূচক- ২০১৬ তে ঢাকা দু’ধাপ এগিয়েছে ঢাকা। সারাবিশ্বে ১৪০ টি নগরীর মধ্যে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন নগরী তৃতীয় বারের মতো তালিকার শীর্ষে অবস্থান করছে।
লন্ডন ভিত্তিক সাপ্তাহিক ইকোনমিস্টের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত এ বছরের বাসোপযোগি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৭ তম। আগের বছরে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯ তম।
সূচক অনুযায়ি অস্ট্রিয়ার ভিয়েনা নগরী দ্বিতীয় অবস্থানে রয়েছে। কানাডীয় নগরী ভ্যানকুভার তৃতীয়, টরেন্টো চতুর্থ এবং ক্যালগেরি ও অষ্ট্রেলিয়ার এ্যাডেলেইড নগরী য়ৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে।
যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার দামেস্কো নগরী ১৪০ টি দেশের বটমে অবস্থান করছে। দশটি স্বল্প বাসোপযোগি নগরীর মধ্যে লিবিয়ার রাজধানী ত্রিপোলি দ্বিতীয়, নাইজেরিয়ার নগরী লাগোস তৃতীয় এবং পাপুয়া নিউ গিনির পোর্ট মোরেসবাই পঞ্চম স্থানে রয়েছে।
বিশ্বব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ডে অনেক স্থানে স্থিতিশিলতা নষ্ট হয়েছে। ইআইইউ একটি দৃষ্টান্ত হসাবে সিডনির উল্লেখ করে বলেছে, সন্ত্রাসী কর্মকান্ডের কারনে দশটি বাসোপযোগি নগরীর সূচকে সিডনি চার ধাপ নিচে নেমে গেছে।
সূচকে ১৪০ টি দেশের মধ্যে নিরাপত্তা, স্বাস্থ্য সেবা এডুকেশন রির্সোস, অবোকাঠামো এবং পরিবেশের মতো ত্রিশটি বিষয় বিবেচনায় নেয়া হয়। এতে দেখা যায় ২০১০ সালের পর থেকে সারা বিশ্বে গড় বাসোপযোগি অবস্থা শতকরা এক ভাগ হ্রাস পেয়েছে।
ইআইইউ র্যাংকিং এ সর্বশেষ তথ্যে জানা গেছে, সারা বিশ্বে ১৪০ টি দেশে লাইফ স্টাইলের চ্যালেঞ্জের জন্য স্কোরও দেয়া হয়েছে। গত ১২ মাসব্যাপি পরিচালিত জরিপে দেখা গেছে, ১৪০টি দেশের মধ্যে ২৯ টিতে বাসোপযোগি পরিবেশের অবনতি ঘটেছে। এ বছরের জরিপে দেখা গেছে, সন্ত্রাসবাদের কারনে বাসোপযোগি পরিবেশের অবনতি ঘটেছে। প্যারিস ও ব্রাসেলে হামলার কারনে পশ্চিম ইউরোপের দশটি নগরীতে বাসোপযোগি পরিবেশের বেশি অবনতি ঘটেছে।
ইআইইউ বলেছে, পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ’র মৃত্যুর কারনে অনেক ইউএস নগরীতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া পূর্ব ইউরোপ ও এশিয়ায় অস্থিরতা, ইউক্রেন, সিরিয়া, ও লিবিয়ায় সৃষ্ট উত্তেজনা নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এ কারনে এ সকল দেশে বাসোপযোগি পরিবেশের অবনতি ঘটেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন