বোনের পোস্ট করা ছবিতে সোনম কাপুরের গোপন প্রেমিক

সোনম কাপুর আর আনন্দ আহুজারের প্রেম রটনা বেশ কিছু দিন ধরেই চলছে। তবে এটি তাদের জুটি বেঁধে ডিনারে যাওয়া বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণেই রটেছে। তাছাড়া তাদের দু’জনের যুগল ছবিও সোশ্যাল মিডিয়াতে বহুবার পোস্ট করা হয়েছে।
আবার টুইটারে সোনম আর আনন্দের খুনসুটিও কারোর নজর এড়ায়নি। এরপর ভাই হর্ষবর্ধনের প্রথন ছবি ‘মির্জা’র প্রিমিয়ার উপলক্ষে সোনম যখন লন্ডনে গেলেন, তখন সেখানে কোন হোটেলে না গিয়ে ওঠেন আনন্দের বাড়িতেই। তাতে তাদের প্রেম রটনা আরো বেড়ে যায়। তবে এইবার যা ঘটেছে তাকে সোনম-আনন্দের সম্পর্কের পারিবারিক স্বীকৃতি বলেই মনে করছেন অনেকে।
সম্প্রতি সোনমের বোন রিয়া কাপুর একটি পারিবারিক অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যে ছবিতে দেখা যাচ্ছে, সোফার একটি ধারে বসে আছেন সোনম। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছেন আনন্দ। আর আনন্দের ডান হাতটি অত্যন্ত আবেগের সঙ্গে ধরে আছেন সোনম। যা দেখে বুঝা যায়, হৃদয়ের ভালবাসা না থাকলে এমন নিবিড়তা সম্ভব না।
তবে যে যাই বলুক, ছবিটি দেখলে সবাই একবাক্যে স্বীকার করতে বাধ্য, বেশ মানিয়েছে সোনম-আনন্দকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন