রবিবার, জুলাই ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বোমার রাজনীতির কারণে খালেদা জিয়া জনপ্রিয়তা হারিয়েছেন’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পেট্রোল বোমার রাজনীতির কারণে খালেদা জিয়া জনপ্রিয়তা হারিয়েছেন। বিএনপির পেট্রোল বোমায় রাজপথে মারা গেছেন রিকশা চালক, ভ্যান চালক, গাড়ির ড্রাইভারসহ সাধারণ মানুষ।’

রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, দেশ মহাসংকটে আছে বলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার প্রতিউত্তরে বলব- তিনিই আজ মহাসংকটে আছেন। পেট্রোল বোমার রাজনীতির কারণে খালেদা জিয়াকে আজ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে তলানীতে পড়ে যাওয়া জনপ্রিয়তা কিছুটা হলেও তিনি ফিরে পেতে পারেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ শ্রমজীবী মেহনতী মানুষের দল। এ দেশের রাজনীতিকে জমিদার ও বুর্জোয়া শ্রেণির হাত থেকে বের করে সাধারণ তথা আম জনতার হাতে নিয়ে আসার জন্য আওয়ামী লীগের জন্ম হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মেহনতী ও শ্রমজীবী মানুষ ভালো থাকে।

তিনি বলেন, আগে রাজধানীতে সারাদিন রিকশা চালিয়ে একজন চালক দিনে ৫ থেকে ৬ কেজি চাল কিনতে পারতো। এখন আধা বেলা রিকশা চালিয়ে সেই চালক ১৫ থেকে ২০ কেজি চাল কিনতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের লাখ লাখ মানুষকে ১০ টাকার চাল খাওয়াচ্ছে। এদেশ আগে চাল আমদানি করতো, এখন রফতানি করে।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে এদেশের কল-কারখানা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেসব চালু করেছে। আওয়ামী লীগ পাটকল চালু করে তার মালিকানা শ্রমিকদের হাতে দিয়েছে। আওয়ামী লীগ যে মেহনতী মানুষের দল এটি তার বড় প্রমাণ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অনেকেই বলেছিল, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে।

ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দুই স্বপ্নের প্রতিশ্রুতি দেয়া হয়। এগুলো হলো- ডিজিটাল বাংলাদেশ ও দিন বদল। আজকের প্রেক্ষাপটে এগুলো আর স্বপ্ন নয়, বাস্তবতা। একজন রিকশা চালকও আজকের ডিজিটাল বাংলাদেশে তার উপার্জিত অর্থ ১০ মিনিটের মধ্যে গ্রামের বাড়িতে পাঠাতে পারেন।

রিকশা-ভ্যান চালক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের