বোরকা পরে মুসলিম নারীদের শ্লীলতাহানি, হিন্দু নেতাকে গণধোলাই
বোরখা পরিহিত অবস্থায় মুসলমান নারীদের শ্লীলতাহানির অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)-এর এক নেতাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মনিউমরপুরে। আটকের নাম অভিষেক যাদব। তিনি VHP জেলা সভাপতি বলে জানা গেছে। তার স্ত্রী বিজেপি দলের পঞ্চায়েত সদস্য।
ভারতীয় গণমাধ্যম ইনাডু ইন্ডিয়ার খবরে বলা হয়, শনিবার রাতে ওই এলাকায় মহরম উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। উপস্থিত ছিলেন নারীরা। সেখানেই অভিষেক ও তার এক বন্ধু বোরখা পরিহিত অবস্থায় চলে যান। অভিযোগ, তারা কয়েকজন মহিলার শ্লীলতাহানিরও চেষ্টা করেন। এরপরই দুই যুবককে ধরে বেধড়ক মারধর করেন অনুষ্ঠানে উপস্থিত মহিলারা। পরে অভিষেককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, অভিষেকের সঙ্গে থাকা অন্য আর এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অন্য একটি সূত্রে প্রকাশ, মহিলাদের বিরোধিতার মুখে ঘটনাস্থল থেকে পালাতে গেলে তার জুতো এবং জিন্স দেখে লোকজনের সন্দেহ হয়। লোকেরা এ সময় তাকে তাড়িয়ে ধরে ফেলে এবং বোরকা খুলে ফেলে। এরপরেই শুরু হয় গণধোলাই।
স্থানীয় লোকেরা বলছেন, গোলযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি গোপনভাবে মহিলাদের মধ্যে বসে ছিল। যদিও সন্দেহজনভাবে ছদ্মবেশে ঠিক কী উদ্দেশে উগ্রহিন্দুত্ববাদী ওই নেতা মহররমের মতো ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তা এখনো স্পষ্ট হয়নি।
রবিবার অভিষেক এবং তার এক সঙ্গীর বিরদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। দাঙ্গা এবং সাম্প্রদায়িক উসকানিতে জড়িত থাকার অভিযোগে তিনি এর আগে কারাগারেও গিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন