শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘বোলিংয়ে নতুন বৈচিত্র্য আনতে হবে মুস্তাফিজকে’

গত তিন ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র একটি। এর মধ্যে শেষ দুই ম্যাচে রান দিয়েছেন ৩৯ ও ৩২। আইপিএলের দুই দল পুনে ও দিল্লির দাবি, তারা মুস্তাফিজের বোলিং রহস্য জেনে ফেলেছে। গত দুই ম্যাচে তার বোলিং পারফরম্যান্স ছিল সাধারণ মানের। তাহলে কী মুস্তাফিজের বোলিং রহস্য আসলেই ফাঁস হয়ে গেছে?

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের ধারণাও অনেকটা তাই। তবে তিনি এতে মোটেও চিন্তিত নন। বরং আশাবাদী, মুস্তাফিজ ঠিকই নতুন ভ্যারিয়েশন যোগ করে ফেলবে তার বোলিংয়ে।

সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘মুস্তাফিজের বোলিং নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। ভিডিও অ্যানালাইসিস হয়েছে। এটাই স্বাভাবিক। যেকোনও ভাল বোলারের ক্ষেত্রেই এটা করা হয়। হয়তো ওর বেলায় একটু বেশি হয়েছে। কারণ মুস্তাফিজ কিছু ন্যাচারাল ডেলিভারি নিয়ে এসেছিল। আমারও মনে হয় সেগুলোর রহস্য অনেকটাই জানা হয়ে গেছে। এখন মুস্তাফিজকে বোলিংয়ে নতুন ভ্যারিয়েশন আনতে হবে। নতুন ও পুরাতনের সংমিশ্রণ ঘটাতে পারলে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।’

তাই বলে মুস্তাফিজের অপার সম্ভাবনায় ঘাটতি দেখছেন না দুর্জয়। তিনি মনে করেন, মুস্তাফিজ ঠিকই বোলিংয়ে নতুন নতুন কারুকাজ যোগ করতে পারবেন। তিনি বলেন, ‘ওয়াসিম আকরামকে নিয়েও অনেক গবেষণা হয়েছিল। আমি মনে করি, মুস্তাফিজের জন্য এই পর্বটা বেশ গুরুত্বপূর্ণ। তাকে নতুন নতুন বৈচিত্র্যের জন্য যেমন মাথা ঘাটাতে হবে, তেমনি আত্মবিশ্বাসও ধরে রাখতে হবে। আমার বিশ্বাস, মুস্তাফিজ পারবে।’

বোর্ড ও যারা বোলিং কোচ আছে তাদেরও ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব রয়েছে বলে মনে করেন সাবেক আবাহনী তারকা। দুর্জয় বলেন, ‘ওর বয়স কম। ওকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। খেয়াল রাখতে হবে, ওর উপর যেন বেশি প্রেসার না এসে যায়। জাতীয় দলে বোলিং কোচদের এ সময়ে মুস্তাফিজের পাশে থাকতে হবে। ওকে নিয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে। কিন্তু কষ্টের ব্যাপার হলো, কোচরা বেশিরভাগ সময়েই থাকেন ছুটিতে। আমি মনে করি যখন জাতীয় দলের শিডিউল না থাকে তখন কোচদের এসব কাজে ব্যস্ত রাখা উচিৎ। অথচ বোর্ড তাদের টানা ছুটি দিয়ে দিচ্ছে।’

কেউ কেউ মনে করেন, মুস্তাফিজের আইপিএলে যাওয়া ঠিক হয়নি। কিন্তু এই ধারণার সঙ্গে একমত নন নাঈমুর রহমান দুর্জয়। তাঁর কথা, ‘আইপিএলে ওর খেলতে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত। পৃথিবীর সব প্রান্তেই খেলতে যাওয়া উচিৎ। তাহলেই সে আস্তে আস্তে পরিপূর্ণ হবে। তবে সেটা যেন চাপের কারণ হয়ে না দাঁড়ায় সে দিকটাও খেয়াল রাখতে হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির