বোল্টকে মুস্তাফিজের বাংলায় প্রশ্ন ‘কেমন আছ?’
এবারের আইপিএলের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান। গত এক বছরে বাঁ-হাতি পেসের তোপে দেশ-বিদেশের বহু ক্রিকেটপ্রেমীর মন জয় করে নিয়েছেন তিনি। আইপিএলে প্রথমবার খেলতে গিয়ে ভাষাগত সমস্যায় পড়লেও সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি মুস্তাফিজের। ট্রেন বোল্টের সঙ্গে তো ভাষা নিয়ে একটু খুনসুটিও করলেন বাংলাদেশের সেরা পেসার।
আগামীকাল আইপিএলে মুস্তাফিজ-বোল্টদের দল হায়দ্রাবাদ সানরাইজার্সের প্রতিপক্ষ শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের ভেন্যু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। আজ সোমবার বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পর নিউজিল্যান্ডের পেসার বোল্টের সঙ্গে রসিকতায় মেতে উঠলেন মুস্তাফিজ।
বোল্টকে মুস্তাফিজ বাংলায় প্রশ্ন করেন, ‘কেমন আছ?’ বোল্ট প্রথমে বুঝতে পারেননি। পরে একজন তাঁকে বুঝিয়ে বলেন যে ‘কেমন আছ’ ইংরেজিতে হবে ‘হাউ আর ইউ?’ বোল্টও রসিকতা করতে ছাড়েননি। তিনি হিন্দিতে জবাব দেন, ‘বহুত আচ্ছা!’ এরপর দুই বন্ধুই হেসে গড়িয়ে পড়েন একে অন্যের গায়ে।
বিমানবন্দরে রসিকতায় মেতে উঠলেও প্রথম একাদশে সুযোগ পেতে বোল্টের সঙ্গেই হয়তো লড়তে হবে মুস্তাফিজকে। কারণ তাঁর মতো বোল্টও বাঁ-হাতি পেসার। মুস্তাফিজ অবশ্য একটা জায়গায় এগিয়ে আছেন। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি বোল্ট। অন্যদিকে চোট থেকে সেরে উঠে তিন ম্যাচে ৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটার-মাস্টার। এর মধ্যে ২২ রানে পাঁচ উইকেট নিয়েছেন বোল্টের দেশ নিউজিল্যান্ডের বিপক্ষেই। যা প্রতিযোগিতার সেরা বোলিংও বটে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন