বোয়াল মাছটি বিক্রি হলো ১৭ হাজার টাকায়!
ঘাঘট নদীতে ধরা পড়া ১৮ কেজি ওজনের সেই বোয়াল মাছটি বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়। বিক্রির জন্য ২০ হাজার টাকা দাম হাঁকা হলেও স্থানীয় কয়েকজন মিলে ১৭ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। শুক্রবার বিকেলে মাছটি বিক্রি করেন জেলে প্রবীর দাস।
মাছটি দেখার জন্য উৎসুক মানুষ হৈ-হুল্লোড় শুরু করেন। অনেকে মাছটি ক্রয় করতে জেলে প্রবীর দাসের সঙ্গে দরকষাকষি করেন। পরে জেলে প্রবীর দাসের বাড়ির উঠানে মাছটি কেটে কয়েকজন কেজি হিসাবে ভাগ করে নেন।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদীর গুড়া খাওয়া নামক এলাকা থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে জেলে প্রবীর দাসের মুঠ (চটকা) জালে ধরা পড়ে বিশাল আকারের বোয়াল মাছটি। ৫ ফুট লম্বার বোয়াল মাছটির ওজন হয় ১৮ কেজি।
জেলে প্রবীর দাস জানান, মুঠ (চটকা) জাল দিয়ে ঘাঘট নদীতে মাছ ধরার সময় হঠাৎ করে বোয়াল মাছটি তার জালে আটক পড়ে। ভেবেছিলাম মাছটি ১৫-১৬ কেজি হবে। কিন্তু ওজন করে দেখা যায় মাছটি ১৮ কেজি।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গণি তারা জানান, বিশাল আকৃতির বোয়াল মাছটি ধরার বিষয় লোকমুখে শুনেছি। কিন্তু ব্যস্ত থাকায় মাছটি দেখিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন