সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্যতিক্রমী ১০ মা, যারা নিঃসন্দেহে অবাক ও মুগ্ধ করবে আপনাকে (দেখুন ছবিতে)

মা শব্দটি শুনলেই এক ধরনের ভালো লাগা সৃষ্টি হয় মনের মাঝে। কত ধরনেরই না মা আছেন এই পৃথিবীতে। সবচেয়ে কম বয়সী মা কে জানেন? জানেন কি সবচাইতে বেশী বয়সে কে মা হয়েছে? বলতে পারবেন সবচেয়ে বেশি সন্তান জন্ম দেয়া মায়ের পরিচয়? উত্তরগুলো যদি “না” হয়, তবে আপনার জন্যই আমাদের আজকের এই ফিচার। জানুন, দেখুন এবং অবাক হয়ে যান।

aB8AaRK

১। পৃথিবীর সবচেয়ে কমবয়সী মা
যদি বলি একজন মায়ের বয়স মাত্র ৫ বছর, আপনি কি অবাক হবেন না? অবাক হলেও সত্য যে ছবিতে আপনি পৃথিবীর সবচেয়ে কমবয়সী মা কে দেখতে পাচ্ছেন। ১৯৩৩ সালের ২৭শে সেপ্টেমবর পেরুতে এই শিশু মেয়েটির জন্ম হয়। যখন তার পাঁচ বছর বয়স তখন তার পেট অতিরিক্ত মাত্রায় ফুলতে শুরু করে। তারা বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ধারনা করেন তার পেটে টিউমার হয়েছে। ১৯৩৯ সালের ১৪ই মে লিনা নামের মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দেয় এবং সে তার নাম রাখে গেরান্ডো।

3YVGVw8

২। সবচেয়ে বেশি বয়সে মা
রাজো নামের এই ভদ্রমহিলা ৭০ বছর বয়সে কন্যা সন্তানের জন্ম দেন। ইন্ডিয়ার এক হাসপাতালে সন্তান জন্মদানের পর তিনি এতটাই দুর্বল ছিলেন যে নিজের সন্তানকে কোলেও নিতে পারছিলেন না!
এখন অবশ্য তিনি মেয়ের বিয়ের স্বপ্নও দেখছেন!
W0aXfdG

৩। একমাত্র অষ্টমাতা
একজন মা একটি, দুটি বা তিনটি সন্তানের জন্ম দিতে পারেন। এটা এখন অনেকটা স্বাভাবিক। কিন্তু যদি বলি একজন মা একই সময়ে আটটি সন্তানের জন্ম দিয়েছেন এবং তারা সবাই এখন সুস্থ আছে। অবাক হচ্ছেন?
২০০৯ সালে নাদিয়া নামের এই ভদ্রমহিলা একসঙ্গে আটটি সন্তান প্রসব করেন। ছবিতে অবশ্য সাত জনকে দেখা যাচ্ছে। এতগুলো দুষ্টকে কে কি আর সহজে বসিয়ে রাখা যায়!
oLc1j9r

৪। সবচেয়ে ছোট দৈর্ঘ্যের মা
ছবির ভদ্রমহিলার উচ্চতা মাত্র ২ ফিট ৪ ইঞ্চি। ডাক্তার তাকে কড়া ভাবে মানা করে দিয়েছিলো কখনও যেন সন্তান না নেন কারন তাহলে তার হৃদপিণ্ড ও ফুসফুসএর ক্ষতি হতে পারে। কিন্তু মাতৃত্বের স্বাদ গ্রহনের ইচ্ছা তাকে দমাতে পারেনি। তিনি এখন দুই সন্তানের জননী।
XRFBINh

৫। সবচেয়ে ক্ষুদ্র সন্তানের মা
ছবি দেখেই বুঝতে পারছেন শিশুটির দৈর্ঘ্য এবং প্রস্থের কি মাপ। ২৫ সপ্তাহ গর্ভে অবস্থান করে জন্মগ্রহন করে এই শিশু। মেহজাবিন শেখ নামের এক মা, রুমাইসা রহমান নামের এই ছোট্ট শিশুটির জন্ম দেন ২০০৪ সালে লয়োলা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে।
1ixWnSO

৬। বাবাই যখন মা
থমাস নামের লোকটি যদিও ২০০২ সাল অবদি নারী ই ছিলেন এবং তার নাম ছিলো ট্র্যাসি। হাওয়ালির, হনুলুলুতে বাস করা এই মানুষটি ২০০৭ সালে সার্জারির মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেন। বর্তমানে থমাসের তিনটি সন্তান রয়েছে এবং তিনি ই একমাত্র বৈধ পুরুষ যিনি একজন নারীর সাথে বৈবাহিক সম্পর্ক রেখে মা হয়েছেন।
JzteWbr

৭। সবচেয়ে দীর্ঘ ব্যবধানে মা
ছবিতে দেখতে পাচ্ছেন যাকে মানে এলিজাবেথ নামের এই ভদ্রমহিলা প্রথম মা হন ১৯ শে মে, ১৯৫৬ যখন তার বয়স ১৯ বছর। তখন তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। প্রায় ৪১ বছর পর ১৯৯৭ সালের সালের নভেম্বরের ২০ তারিখ তিনি দ্বিতীয় সন্তান হিসেবে একটি পুত্র সন্তানের জন্ম দেন যখন তার বয়স ৬০ বছর!
PADnHeu

৮। সর্বাধিক সন্তানের জন্ম দেয়া মা
নিশ্চয়ই এই পরিবারের সদস্য হলে আপনার বেশ ভালো লাগত। জানেন কি, ভ্যালেন্টিনা নামের এই রাশিয়ান মহিলা ১৭২৫ সাল থেকে ১৭৬৫ সালের মাঝে ৬৯ টি সন্তানের জন্ম দেন। এর ভেতর ১৬ বার তিনি একত্রে দুই সন্তান, সাতবার তিন সন্তান এবং চারবার চার সন্তানের মা হন!
mXrxTuQ

৯। যে মা অন্যের জন্য কেবল মা
ক্যারল হচ্ছেন তাদের ই একজন যারা অন্যের জন্য নিজেকে ব্যবহার করে। হুম, এই ভদ্রমহিলা অন্যদের সাহায্য করতে কেবলমাত্র গর্বধারন করেন। তিনি জীবনে ১৫ বার মা হন এবং ১৩ বারই অন্যের জন্য। সন্তানহীন দম্পতি যখন সন্তান পেয়ে সুখের হাসি হাসে তখন তার কাছে মনে তিনি তাদের এক অমুল্য উপহার দান করেছেন।
7T0oDyx

১০। সবচেয়ে বেশি বয়সে যমজ সন্তান জন্মদানকারী মা
ওমকারী পানওয়ারের স্বপ্ন ছিলো পুত্র সন্তানের জননী হওয়া। সে স্বপ্নকে সত্য করতে তিনি এবং তার স্বামী আইভিএফ ট্রিটমেন্ট গ্রহন করেন এবং ৭০ বছর বয়সে তিনি দুটি পুত্র সন্তানের মা হন। এই সন্তানের জন্য তারা লোন করে টাকা পর্যন্ত ধার করেন। বর্তমানে তাদের দুটি প্রাপ্ত বয়স্ক মেয়ে এবং পাঁচটি নাতি-নাতনী রয়েছে। তবু তারা সুখী কারন এখন তাদের একটি নয় দুটি পুত্র সন্তান রয়েছে!

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ