ব্যস্ত সময় পার করছে বড় দুই দল
দলের জাতীয় কাউন্সিল ও আসন্ন ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি।
আগামী ২৮ মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।পাশাপাশি সরকার স্থান নির্ধরণ করে দিলে আগামী ১৯ মার্চ বিএনপিও তাদের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করবে বলে জানা গেছে।
কাউন্সিল ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারন করতে ব্যস্ত সময় কাটাচ্ছে আওয়ামী লীগ-বিএনপির সিনিয়র নেতারা। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। অন্যদিকে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তৃণমূল নেতাদের পাঠানো লিস্ট ও দলের সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করেই উভয় দল ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে। ইতোমধ্যে দুই শতাধিক ইউনিয়ন পরিষদে (ইউপি) একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হয়। ওই বৈঠকে উপস্থিত এক নেতার কাছ থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা আরও জানান, বাকি ইউনিয়ন পরিষদে একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গণভবনে ইউনিয়ন নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এরপরই মনোনীত প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর করা হবে।
এদিকে প্রার্থী চুড়ান্ত করতে বিএনপিও কাজ শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কিছু নেতাকর্মী তৃণমূল থেকে পাঠানো লিস্ট নিয়ে কাজ শুরু করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই বিএনপি তাদের প্রার্থী চুড়ান্ত করবে বলে একটি সূত্র নিশ্চত করেছে।
এছাড়াও দলের কেন্দ্রীয় কাউন্সিল নিয়েও কাজ করছে উভয় দলের সিনয়র নেতারা। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ইউপি নির্বাচনে যাবে। ইতোমধ্যে প্রার্থী চূড়ান্তের কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই বিএনপি তাদের প্রার্থী চূড়ান্ত করে ফেলবে।
এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। ইউপি নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবেন। আশা করি অল্প দিনের মধ্যেই নেত্রী (শেখ হাসিনা) প্রার্থী চূড়ান্ত করে ফেলবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন