ব্রাজিলের কোচ হওয়াটা রোমাঞ্চকর: মরিনহো

ক্লাব ফুটবলের কোচ হিসেবে মরিনহোকে বিশ্ব সেরাদের একজন মনে করা হয়। ইউনাইটেডে যোগ দেয়ার আগে রিয়াল মাদ্রিদ ও চেলসিতে তার দারুণ কিছু সাফল্য রয়েছে। সেই মরিনহো বলেছেন, ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করাটা রোমঞ্চকর। আগামীতে আন্তর্জাতিক দায়িত্ব পালন করার ইচ্ছা রয়েছে এই পর্তুগীজ কোচের। তবে সেটি অবশ্যই সহজতম একটি দলের হওয়া চাই। তবে মরিনহোর কাছে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ বেশ কঠিন বটে!
ইএসপিএনকে দেয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, “ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর আমার দরকার এর চেয়ে সহজ কোন কাজ। ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করাটা হবে আরো কঠিনতম কাজ। তবে সেটি অবশ্যই রোমঞ্চকর একটি দায়িত্ব। যে কোন কোচই চাইবে সেরা কোন ক্লাব কিংবা দলের দায়িত্ব পালন করতে। ব্রাজিল যে বিশ্বের সফলতম শীর্ষ একটি দল সে বিষয়ে কোন সন্দেহ নেই। যে প্রজন্মেরই হোক না কেন, দলটিতে মেধার কোন কমতি নেই। সবাইকে স্বীকার করতে হবে যে, ব্রাজিল দলকে কোচিং করানো অবশ্যই কঠিন হবে। প্রত্যেক ব্রাজিলিয়ানই একজন কোচ, সেখানকার প্রত্যেক সাংবাদিকই একজন কোচের চাইতে ভালো বোঝেন। ”
তিতের অধীনে ব্রাজিল যেন এখন আকাশে উড়ছে। গত মঙ্গলবার বাছাই পর্ব থেকে সবার আগে নিশ্চিত করেছে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের মূল পর্বের টিকেট। মরিনহো অবশ্য বুঝতে পারছেন ব্রাজিল দলের কোচের দায়িত্বটি শুধু মাত্র সেখানকার নাগরিকদের জন্যই। কোন বিদেশীই সেলেকাওদের কোচ হতে পারবেন না।
তিনি বলেন, “আমি এই নিশ্চয়তা দিতে পারি যে ব্রাজিলের জাতীয় দলের কোচের পদটি শুধুমাত্র সে দেশের স্থানীয় কোচদের জন্যই। ”
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন