শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রাজিলের গম মানুষের খাওয়ার উপযোগী: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ব্রাজিল থেকে আনা গম দেখতে খারাপ হলেও এর গুণগত মান ভালো আছে। তিনি বলেন, গম আমদানি করে খাদ্য অধিদফতর। এ ক্ষেত্রে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। গম নিয়ে গণমাধ্যমে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে মন্ত্রীদের প্রশ্নোত্তরে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে কামরুল ইসলাম বলেন, গম আমদানি করে খাদ্য অধিদফতর। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। এ-সংক্রান্ত বিলও মন্ত্রণালয়ে আসে না। গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা গমের নমুনা এনে পরীক্ষা করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। কেন ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন?’ সম্পূরক প্রশেু ফজলুর রহমান জানতে চান, ‘পচা গম নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। সংসদ সদস্যরা তাদের এলাকায় এ গম ঢুকতে দিচ্ছেন না। পচা গম আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে কি-না?’

জবাবে খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম আমদানি করা হয়েছে। প্রি-শিপমেন্ট সনদ পাওয়ার পর গম এখানে এসেছে। দরপত্রে বলা থাকে, একমাত্র ইসরায়েল ছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে আমদানি করা যাবে। গম নিয়ে যখন কথা উঠল তখন জেলা প্রশাসনের মাধ্যমে নমুনা এনে খাদ্য অধিদফতর ও সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হয়েছে। আমদানির ৪ মাস পর পরীক্ষায় দেখা গেছে যে নির্দেশ অনুসারে ব্রাজিল থেকে গম এসেছে, সেটা ঠিকই আছে। গমের মান নষ্ট হয়নি। পত্রিকাগুলো কোথায় পেয়েছে, এই গম নষ্ট?

গম নিয়ে পত্রপত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন খবর পরিবেশন করছে দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল ও পত্রপত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে হেয় করতেই ভিত্তিহীন প্রচার চালাচ্ছে। এটাকে নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, খালেদার শরীরে মানুষ পোড়ানোর দুর্গন্ধ। এই গন্ধ নিয়ে তিনি রাজনৈতিক বিভিন্ন কথাবার্তা বলার চেষ্টা করছেন।

সংসদ সদস্যদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, এ ধরনের ভিত্তিহীন খবর আপনারা আমলে নেবেন না। আমদানি করা গমের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৬ টন বিতরণ হয়েছে। বাকি আছে ২৫ হাজার টন। এতদিন গম নিয়ে কোনো কথা হয়নি। গত ১০-১৫ দিন হলো এই গম নিয়ে লেখালেখি হচ্ছে। কুষ্টিয়ার এক সংসদ সদস্য ব্রাজিলের গম গুদামে ঢুকতে দেননি এমন খবর প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, এ খবরও ভিত্তিহীন। ওই এমপির সঙ্গে কথা বলেছি। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে এমপির বিরোধের জের থেকে এ ঘটনা ঘটেছে। পরে ওই এমপি নিজেই সংশোধন করে বিবৃতি দিয়েছেন।

সরকারের বিভিল্পু সংস্থা থেকে গম নিতে আপত্তি করেছে এমন খবরকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, পুলিশ-বিজিবিসহ কোনো বাহিনীর পক্ষ থেকে আমরা এ ধরনের চিঠি পাইনি। কেবল পুলিশ থেকে গম সরবহারের ওয়ারেন্ট পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়ছিল। আমরা বলে দিয়েছি এটা সম্ভব নয়। তিনি বলেন, কাগজে যে সব ছবি আসছে, এগুলোর কোনো ভিত্তি নেই। পোকার কথা বলা হচ্ছে, যে ছবি আসছে এই ছবির সঙ্গে গুদামের গমের কোনো সাদৃশ্য নেই। এই ছবি আমাদের গমের ছবি না।

তিনি বলেন, অনেকেই বলে থাকেন পোকা খাওয়া গম। পরিচর্যা না করলে পোকা যে কোনো গুদামে, এমনকি আপনার বাড়িতেও পোকা ধরবেই। তিনি বলেন, পত্রিকাগুলো বলছে, এটা নিম্নমানের। এটা ল্যাবরেটরি টেষ্টে প্রমাণিত হয়েছে, এই গম খাওয়ার উপযোগী। ব্রাজিলের গমটা দেখতে খারাপ, কেউ পছন্দ করবে না। তবে গুণগত মান ঠিক আছে। গুণগত মান ঠিক থাকলে আপনি কেন প্রশু তুলবেন।

কামরুল ইসলাম বলেন, গম নিয়ে হাইকোর্টে একজন মামলা করেছেন। ওই মামলা পরিচালনা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। অধিদফতর, পুষ্টিবিজ্ঞান ইনষ্ট্রিটিশনের প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। প্রি-শিপমেন্ট সনদেও বলা হয়েছে, ফিট ফর হিউম্যান কনজাম্পশন (মানুষের খাওয়ার উপযোগী )।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিস্তারিত পড়ুন

সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি

মূল্য নির্ধারণ কাঠামোর সংস্কার হলে লিটার প্রতি পেট্রোলের দাম ১১বিস্তারিত পড়ুন

রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়ককে হাতুড়িপেটা করার অভিযোগবিস্তারিত পড়ুন

  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ
  • আইসিটি অধ্যাদেশ অনুমোদন, ধারণ করা যাবে বিচার প্রক্রিয়ার অডিও-ভিডিও
  • জাবি ক্যাম্পাসে নিষিদ্ধ হলো ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল
  • অবসরের চার বছর পর আইজিপি হলেন বাহারুল আলম
  • ধর্ম উপদেষ্টা: ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায়
  • ব্যাংকিং ব্যবস্থার অপব্যবহারে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষতি ১,৬৬৪ কোটি টাকা
  • আজিমপুরে বাসায় ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা