ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন
ব্রাহ্মণবাড়িয়া : বিজয়নগরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নির্বাচনী অফিসের প্রচারণাপত্র, ব্যানার, পোস্টার ও নির্বাচনী প্রতীক সম্পূর্ণ পুড়ে গেছে।
সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ইছাপুড়া ইউনিয়নের খাদুরাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। আগুনের ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ প্রতিপক্ষের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের দেয়া আগুনেই পুড়ে গেছে তার নির্বাচনী অফিস। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ‘রাত ১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুলসহ প্রায় ৪০/৪৫ জনের একটি দল তার অফিসের কাছেই একটি বাড়িতে কর্মীসভা করেন। সভা শেষ করে রাত দেড়টার দিকে বকুলসহ আলমগীর, হানিফ, মোকলেসুর, খোকন ও তার অনুসারীরা আমার কর্মীদের ভয় দেখানোর জন্য আমার নির্বাচনী অফিসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে। আগুনে আমার অফিসের নির্বাচনী বিভিন্ন সরঞ্জাম ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাসহ কার্যালয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নির্বাচনী পোস্টার পুড়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জিয়াউল হক বকুল অভিযোগ এই অস্বীকার করে বলেন, ‘এই বিষয়ে আমি কিংবা আমার কোনো লোকজন জড়িত নয়।’
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন বাংলামেইলকে জানান, বিজয়নগরের বিভিন্ন এলাকায় আমাদের পুলিশ কাজ করছে। পাশাপাশি মোবাইল টিম ও মাঠে আছে। দুষ্কৃতিকারীরা আমাদের পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগুন দেয়ার মতো কাজগুলো করছে। আমরা পুলিশের তৎপরতা আরো বাড়িয়ে দিব। যাতে করে নির্বাচনের আগে আর এমন পরিস্থিতি সৃষ্টি না হয়। আর ভিকটিমের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন