ব্রাহ্মণবাড়িয়া ঘটনায় যুবদল নেতাসহ আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় করা মামলায় এক যুবদল নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহেদ, রাব্বি মিয়া (২০), শাজাহান মিয়া (২৫) এবং ছোটন মিয়া (২৬)।
সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাঈনুর রহমান জানান, ওই দিনের ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।এ ঘটনায় থনায় সর্বমোট ১২টি মামলা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাহেদসহ চারজনকে গোপন সংবাদের ভিতিতে আটক করা হয়েছে।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশ, ছাত্রলীগ ও মাদরাসা ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় মাদরাসাছাত্র মো. মাসুদুর রহমানের মৃত্যু হয়।
পরদিন সকালে মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পরার পর মাদরাসা শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। কয়েকশ ছাত্র শহরের টিএ রোড, কুমারশীলের মোড়, লোকনাথ ট্যাঙ্কের পাড়সহ বেশ কয়েকটি স্থানে অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের ব্যাংক এশিয়া, জেলা শিল্পকলা একাডেমি, জেলা আওয়ামী লীগ অফিস, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু। ঈদুল আযহা উপলক্ষে চার দিনবিস্তারিত পড়ুন
সরাইলে ভূমিহীন পরিবারের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪২ টি ভূমিহীন পরিবারের জন্য ভূমির দাবীতে মানববন্ধনবিস্তারিত পড়ুন