বড় লক্ষ্যের জবাবে লড়ছে রাজশাহী
ঢাকা ডায়নামাইটসের বড় সংগ্রহের জবাব দিচ্ছে রাজশাহী কিংস। ১৮৩ রানের লক্ষ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত স্যামির দলের সংগ্রহ ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৪০ রান।
৬২ রান নিয়ে ব্যাট করছেন সামিত প্যাটেল। অর্ধশতক করে বিদায় নিয়েছেন মুমিনুল।
এর আগে সাঙ্গাকারা ও মেহেদী মারুফরে উদ্বোধনী জুটিই ঢাকাকে বড় সংগ্রহের পথ দেখিয়েছে। ৩১ রানে আবুল হাসানের বলে সাঙ্গাকারার ছাড়েন সামিত প্যাটেল। এরপর দারুণ একটি চার মারার পরের বলেই ছক্কার চেষ্টায় লং অফে ধরা পড়েন মারুফ (২৫ বলে ৩৫)। মারুফের বিদায়ে ভাঙে ৭১ রানের জুটি।
শেষ পর্যন্ত ফরহাদ রেজাকে প্যাডল স্কুপ করতে গিয়ে আউট হন সাঙ্গাকার। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৬ রান করে বিদায় নেন সাঙ্গাকারা।
এই ওভারে ফরহাদ আগেই ফিরিয়েছেন মোসাদ্দেক হোসেনকে। এদিন ১৭ বলে ১৩ রান করেন মোসাদ্দেক।
এদিকে মোহাম্মদ সামি আক্রমণে ফিরেই বোল্ড করে দেন কোলসকে। আগের ম্যাচে টর্নোডো ইনিংস খেলা প্রসন্ন ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। সাকিব অপরাজিত ছিলেন ১২ বলে ১৮ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন