বয়ফ্রেন্ডকে নিজ হাতে খুন করে ফেসবুক পোস্ট, অতঃপর…

প্রেমিককে ছুরি দিয়ে কুপিয়ে খুন। তারপর ফেসবুকে সেই হত্যাকাণ্ডের কথা প্রচার করে গ্রেপ্তার হলেন আমেরিকার নাকাসিয়া জেমস (১৮)। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
ফেসবুক কমেন্টের জেরে হাতেনাতে গ্রেফতারও হলেন খুনের দায়ে অভিযুক্ত মার্কিন তরুণী। বচসার জেরে বছর একুশের বয়ফ্রেন্ড ডোরিয়ান পাওয়েলকে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার হিমেট সিটির বাসিন্দা নাকাসিয়া জেমসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় এক সপ্তাহ পর ফেসবুকে স্যান বার্নার্ডিনো কাউন্টিতে পাওয়েলকে ছুরি দিয়ে হত্যার কথা স্বীকার করেন ওই তরুণী।
পরবর্তীকালে মুছে দেওয়া ফেসবুক পোস্টে নাকাসিয়া জানিয়েছিলেন, তর্কাতর্কির মধ্যে তাঁর মুখে আঘাত করেন পাওয়েল এবং তার জেরেই সঙ্গীর দেহে ছুরি দিয়ে কোপাতে থাকেন তিনি। ওই পোস্টে তিনি লেখেন, ‘আমার কাছে ছুরিটা ছিল আর সেটাই ওর শরীরে বিঁধিয়ে দিলাম। ভাবিনি ওর আঘাত লাগবে, কিন্তু ও মরে গেল। আমি এখন ফেরারি।’
নিজের স্টেটাস আপডেটেও নাকাসিয়া লিখেছিলেন, ‘ঈশ্বর জানেন আমি ওকে মারতে চাইনি কিন্তু আমার চোখে আঘাত করার পর মেজাজ হারিয়ে ফেলি। পড়ে থাকা ছুরি তুলে নিয়ে ওর দেহে বসিয়ে দিই। কিন্তু এর জন্য আমি দুঃখিত ঈশ্বর! আশা করি আমায় ক্ষমা করবে! আর ডোরিয়ান পাওয়েলের জন্যও দুঃখিত!’
আমেরিকান সংবাদ সংস্থা জানিয়েছে, ১১ জানুয়ারি সকালে আপত্কালীন নম্বরে ফোন আসার পর পাওয়েলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত শুরু হওয়ার প্রায় সপ্তাহখানেক পর ফেসবুকের পোস্ট দেখে নাকাসিয়া জেমসের সন্ধানে তল্লাশি শুরু হয়।
জানা যায়, উত্তর হ্যামিল্টন অ্যাভিনিউয়ের এক আবাসনে সে লুকিয়ে রয়েছে। গত রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন