শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বয়সসীমা বৃদ্ধি আর গাড়িতে পতাকা চান সচিবরা

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত সচিবরা তাঁদের ব্যবহৃত গাড়িতে পতাকা চান। একই সঙ্গে অবসরগ্রহণের বয়সসীমাও বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সচিবরা এ দাবি করেছেন।

প্রধানমন্ত্রী বয়সসীমা বাড়ানোর প্রস্তাব নাকচ করে দিলেও পতাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়।

আজ রোববার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের বিষয়ে সচিবদের ‘গ্রাউন্ড ওয়ার্ক’ করে আসার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বেশ আগেই চিঠি দেওয়া হয়েছিল।

আজকের বৈঠকে সচিবদের বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সচিবদের পক্ষ থেকেও কিছু দাবি দাওয়া পেশ করা হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সচিব জানিয়েছেন, সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী একটি লিখিত বক্তব্য পাঠ করেছেন। এর বাইরেও বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে, মন্ত্রণালয় ও বিভাগে যেসব শূন্য পদ রয়েছে তা পূরণের ব্যবস্থা করা। দপ্তরভিত্তিক কাজে গতি আনা।

সচিবদের পক্ষ থেকে অবসরের বয়সসীমা বাড়ানো, অবসরকালীন ভাতা বৃদ্ধি ও গাড়িতে পতাকা ব্যবহারের অনুমতি প্রদানসহ কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন সচিব এনটিভি অনলাইনকে বলেন, ‘অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো সচিবদের অবসরের বয়সসীমা একই থাকলে প্রশাসনের উপরের দিকে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হয়। এ কারণেই একজন সচিবের অবসরের বয়সসীমা ৬২ করার প্রস্তাব করা হয়েছে। এতে দক্ষ প্রশাসন তৈরি হবে।’

গাড়িতে পতাকা ব্যবহারের বিষয়ে ওই সচিব বলেন, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারপতিরা তাঁদের ব্যবহৃত গাড়িতে সুপ্রিম কোর্টের লোগো সংবলিত পতাকা ব্যবহার করেন। এ ছাড়া আরো কিছু প্রতিষ্ঠানের প্রধানরা নিজ নিজ লোগো সংবলিত পতাকা ব্যবহার করেন। এ কারণেই সচিবদের জন্য তাঁদের ব্যবহৃত গাড়িতে পতাকা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।’

সচিবদের এসব দাবির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘পতাকার বিষয়টি আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’ তবে শেষ পর্যন্ত এটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়নি বলে তিনি দাবি করেন।

অবসরের বয়সসীমার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি উপস্থাপন করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অবসরের বয়সসীমা একবার বাড়ানো হয়েছে। এখন আবার বাড়াতে গেলে একটু ঝামেলা হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

জাবি ছাত্রদলের পুনর্মিলনীতে দুই গ্রুপের বাগ্‌বিতণ্ডা, ককটেল উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে দুই গ্রুপেরবিস্তারিত পড়ুন

ফখরুল: ফ্যাসিবাদের ফেরার সম্ভাবনা বাড়ছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেওবিস্তারিত পড়ুন

বিচারপতিকে ডিম ছোড়ার ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে আদালত কক্ষে ডিম ছোঁড়ারবিস্তারিত পড়ুন

  • ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ
  • টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২,৫০০ কোটি
  • সিলেটে আদালত প্রাঙ্গণে ৩ আসামিকে গণপিটুনি
  • বিএনপির যে দাবির সঙ্গে একমত জামায়াত
  • সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
  • দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
  • চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন বিএনপি নেতারা
  • ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
  • চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ
  • উপদেষ্টা মাহফুজ: সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করুন
  • বড় ব্যবধানে অ্যান্টিগা টেস্টে হারলো বাংলাদেশ