বয়স ১১৬, চালিয়েছেন নেতাজির গাড়ি জানেন তিনি কে?
তদিন মনে করা হত জাপানের ১১২ বছর বয়স্ক ইয়াসুতারো কোইদে-ই পৃথিবীর প্রাচীনতম জীবিত মানুয। কিন্তু সম্প্রতি নিজামুদ্দিনের কথা সংবাদমাধ্যম মারফৎ প্রকাশ্যে এসেছে। তাঁর পরিচয়ের উল্লেখযোগ্য দিক দুটি। এক, সম্ভবত তিনি পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ। আর দুই, তিনি এককালে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর গাড়ির চালক ছিলেন। হচ্ছে উত্তরপ্রদেশের কর্নেল নিজামুদ্দিনের কথা। এতদিন মনে করা হত জাপানের ১১২ বছর বয়স্ক ইয়াসুতারো কোইদে-ই পৃথিবীর প্রাচীনতম জীবিত মানুয। কিন্তু সম্প্রতি নিজামুদ্দিনের কথা সংবাদমাধ্যম মারফৎ প্রকাশ্যে এসেছে। তাঁর বর্তমান বয়স ১১৬ বছর।
দিন কয়েক আগে নিজামুদ্দিন স্টেট ব্যাঙ্কে গিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার জন্য। সেখানে তাঁর কাছে বয়সের প্রমাণপত্র চাওয়া হয়। তিনি নিজের ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের ফটোকপি প্রদান করেন। তা থেকে হিসেব করে দেখা যায়, তাঁর বয়স বর্তমানে ১১৬ বছর ৩ মাস ও ১৪ দিন।
নিজামুদ্দিন উত্তরপ্রদেশের ধাকওয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে যোগ দেন নেতাজির আজাদ হিন্দ ফৌজ-এ। নেতাজির গাড়ির চালকের দায়িত্ব পালন করেন তিনি। মে ২০১৪-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে তিনি স্বাধীনতা সংগ্রামীর সম্মান গ্রহণ করেন।-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন