ভন্ড ফকিরের শরবত খেয়ে স্বামী-স্ত্রী অচেতন, স্বর্ণালংকার লুট
রাজধানীতে নিজ বাসায় স্বামী-স্ত্রীকে লেবুর শরবত খাইয়ে অচেতন করে নগট টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন এক ভন্ড ফকির। ঘটনার পর আজ বিকেলে ধোলাইপাড় নূরবাগ গলির একটি ৬তলা বাসার নিচ তলা থেকে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, কবুতর ব্যবসায়ী মনির হোসেন (৪০) ও তার স্ত্রী জিয়াসমিন আক্তার।
এ ব্যাপারে জিয়াসমিনের ভাই জানান, কয়েক দিন আগে এক ফকির তাদের বাসায় আসে এবং পারিবারিক বিষয় নিয়ে আলাপ করে। এরপর প্রতিদিনই রাতে ওই ফকির তাদের বাসায় আসতো। গতকাল রাতে বাসায় এসে ওই ফকির স্বামী-স্ত্রীকে লেবুর শরবত খাইয়ে বলে তাদের সব সমস্যা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পরই তারা দু’জন অচেতন হয়ে পড়েন। এরপর তাদের বাসায় থাকা স্বর্ণালংকার, আলমারিতে রাখা টাকা নিয়ে কথিত ফকির পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের দু’জনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন