ভবন ভেঙে টিনের চালে, স্কুলশিক্ষার্থী নিহত
রাজধানীর শাহ আলী থানাধীন রায়েনখোলা এলাকায় ভবঘুরেদের জন্য নির্মিত পরিত্যক্ত সরকারি একটি ভবনের এক অংশে ভেঙে পার্শ্ববর্তী টিনের চালে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরেকজন।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়।
ওই স্কুলশিক্ষার্থীর নাম কুলসুম আক্তার নিশি (১৫)। সে শাহ আলী থানাধীন সততা মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তাঁর বাবার নাম হারুনুর রশিদ। গ্রামের বাড়ি শেরপুর সদরের টিক্কাপাড়া এলাকায়।
দুর্ঘটনায় আহত হয়েছে নিশির ভাতিজা। তার নাম রায়হান।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মদন চন্দ্র সাহা জানান, স্কুলছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্কুলশিক্ষার্থীর ভাই ইসমাইল হোসেন বলেন, ‘আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। রাতের ঘটনার সময় আমি বাইরে ছিলাম। বাসায় ছিলেন আমার মা আনোয়ারা বেগম, বোন নিশি ও আমার ছেলে রায়হান। রায়হান ও আমার বোন একসঙ্গে ঘুমিয়েছিল। আমার ছেলে সামান্য আহত হয়েছে।’
ইসমাইল হোসেন আরো জানান, ভবন ভেঙে পড়ার খবর পেয়ে পুলিশ সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজন তাঁদের বাসায় ছুটে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন