ভর্তি আবেদনে ভর্তিচ্ছুকে বাধ্য করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষাথীকে কোনো প্রতিষ্ঠান আবেদন করতে ‘বাধ্য’ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) অডিটোরিয়ামে ‘পেয়ার ইন্সপেকশন বিষয়ক জাতীয় কর্মশালা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নুরুল ইসলাম নাহিদ বলেন, গতবছর এসএসসি’র ফলের পর ভর্তি প্রক্রিয়ায় শৃঙ্খলা আনতে ও কম খরচে বেশি কলেজে শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ দিতে এসএমএসের মাধ্যমে ভর্তি আবেদন শুরু করা হয়। এবার এসএমএসসের সঙ্গে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছর এসএমএস নয় সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে। সব প্রতিষ্ঠানে অনলাইনের সুবিধা থাকবে।
শিক্ষামন্ত্রী বলেন, এবার প্রথম অনলাইনে ভর্তি আবেদন শুরুর পর কোনো কোনো দুষ্টু লোক মেধাবীদের নামে আবেদন করে বসে আছে। প্রযুক্তির অপব্যবহারে এমনটা হচ্ছে। তবে কোনো শিক্ষার্থী এ বিষয়ে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে তা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে বলেও জানান নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন,সংশ্লিষ্ট শিক্ষার্থী হয়তো জানেই না,তার নামে ভর্তি আবেদন করে বসে আছে অন্য কেউ। মাত্র ক’ টাকার বিনিময়ে মজা বা ইচ্ছে করেই এ কাজ করা হচ্ছে।
মেধাবী শিক্ষার্থীদেরকে ভর্তি করতে কোনো অসাধু শিক্ষা প্রতিষ্ঠান উদ্দেশ্যমূলকভাবে এসব করছে কিনা- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন,সে তো ভালো ছাত্র,ভালো কলেজে ভর্তি হতে চাইবে।
জোর করে কোনো প্রতিষ্ঠান ভর্তি আবেদনে বাধ্য করলে সে প্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগ দিতে বলেন মন্ত্রী। যদি অভিযোগ করা হয় তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন