ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রলোভনে প্রতারণা, রাবি কর্মচারীর স্বীকারোক্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ‘প্রলোভন দেখিয়ে প্রতারণার’ অভিযোগে এক কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান জানান, বুধবার ‘আই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষার সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অফিস সহায়ক আরিফুল ইসলামকে ‘হাতেনাতে’ ধরা হয়।
আরিফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচী এলাকায় থাকেন। তিন বছর ধরে এই জালিয়াত চক্রের সঙ্গে কাজ করার কথা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে সারওয়ার জাহান জানান।
তিনি বলেন, “সে প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করেছিল। আমরা প্রাথমিক অবস্থায়, ফোনে এসএমএস চালাচালির সময়ই তাকে বিভাগের শিক্ষকদের সহযোগিতায় ধরে ফেলি।
“এ সময় আমরা মো. শাহীন নামে ওই শিক্ষার্থীকেও আটক করি। নওগাঁর পসরার ওই শিক্ষার্থী জালিয়াতির শিকার হচ্ছিল। কিন্তু সে তখন পর্যন্ত কোন টাকা-পয়সা দেয়নি।”
তাদের কাছ থেকে দুটি মোবাইল জব্দের পর শাহীনের মোবাইলে কয়েকটি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিটের ছবি পাওয়া গেছে বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে উপ-উপাচার্য বলেন, “তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। রেজিস্ট্রার দপ্তর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।”
এই সংক্রান্ত আরো সংবাদ

শেকৃবির ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) “আওয়ামীপন্থি” ১২ শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

২৭তম বিসিএসে বঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরত দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরতবিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন